চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাবু ডাইং ও হোসেনডাঙ্গা গ্রামে মঙ্গলবার বিকেলে শহরের আলীনগর গ্রামের এক পড়্গের সশস্ত্র হামলায় শতাধিক বাড়িতে আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা অর্ধশত ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে।
প্রত্যড়্গদর্শী ও স'ানীয়রা জানায়, পুর্ব শত্রম্নতার জের ধরে শহরের আলীনগর গ্রামের এক পড়্গ লাঠি সোঠা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে হোসেনডাঙ্গায় হামলা চালায়। তারা হোসেনডাঙ্গা গ্রামের শতাধিক বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় অর্ধ শত ককটেল বিষ্ফোরণ ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে। এতে ৪০ থেকে ৫০ জন আহতও হয়েছে। ওই সূত্র জানায়, আলীনগর গ্রামের দুই যুবককে হোসেনডাঙ্গা গ্রামের লোকজন ধরে নিয়ে গেছে এমন খবর প্রচার হওয়ায় আলিনগর পড়্গ এ হামলা চালায়। হামলার ফলে হোসেনডাঙ্গা গ্রামবাসী বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ব্যাপক সংখ্যক পুলিশ ঘটনাস'লে পৌছে পরিসি'তি নিয়ন্ত্রণে আনতে অর্ধশত রাউ- রাবার বুলেট নিড়্গেপ করে। এ ঘটনাকে ঘিরে হোসেনডাঙ্গা এলাকায় থমথমে অবস'া বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক হোসেনডাঙ্গা গ্রামের এক কৃষক বলেন, ‘ তাদের এলাকার যুবক গুম হয়েছে এমন মিথ্যা গুজব ছড়িয়ে তারা গ্রামের নিরীহ মানুষের উপর তা-বলীলা চালায়। বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তারা বাড়িগুলো থেকে গরম্ন ছাগলও লুট করে নেয়’।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মেদ বলেন, দীর্ঘ দিনের বিরোধের জের ধরেই দুই গ্রামবাসীর এই সংঘর্ষ। খবর পেয়ে ব্যাপক সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য ঘটনাস'লে যায়। পরিসি'তি নিয়ন্ত্রণে আনতে তাদের বেশ কিছু রাউ- টিয়ারসেল ও রাবার বুলেট নিড়্গেপ করতে হয়েছে। ফায়ার বিগ্রেড আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। এখন পরিসি'তি নিয়ন্ত্রণে রয়েছে’।
উলেস্নখ্য, গত ১৩ এপ্রিল আলীনগর পড়্গের হামলায় আহত রিপন নামের এক যুবক ১৭ এপ্রিল হাসপাতালে মারা গেলে হোসেনডাঙ্গা গ্রামের পড়্গের হামলা ২২ এপ্রিল আব্দুল হালিম নামের আলিনগর পড়্গের এক যুবক নিহত হয়। এ নিয়ে পাল্টাপাল্টি চরম উত্তেজনা বিরাজ করছিল। স'ানীয়রা জানিয়েছেন এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটলো।