ছাত্রলীগ নেতা রাজিনের পা কাটতেই হলো


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কারিবুল হক রাজিনের ডান পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে
শনিবার রাতে শিবগঞ্জ পৌরসভার ভাঙ্গা ব্রিজ এলাকায় রাজিন ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান হিটুল দুর্বৃত্তদের হামলার শিকার হন দুর্বৃত্তরা দেশি অস্ত্র দিয়ে আঘাত করে ও কোপায়এতে রাজিনের পায়ের রগ কেটে যায় এবং ডান পায়ের হাড়ের তিনটি স্থান ভেঙে যায়হিটুলও গুরুতর আহত হন রবিবার সকালেই তাঁকে ঢাকায় অ্যাপেলো হাসপাতালে ও হিটুলকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়হাসপাতালে রাজিনের ডান পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয় বলে সোমবার কালের কণ্ঠকে জানায় রাজিনের নিকটাত্মীয়রা
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, শিবগঞ্জে গত শনিবার রাতে জামায়াত-শিবির রাজিন ও হিটুলের ওপর হামলাসহ গত দেড় মাসে এ ধরনের চার-পাঁচটি গুপ্ত হামলার ঘটনা ঘটায়সোমবার বিকেল পর্যন্ত শিবগঞ্জ থানায় মামলা হয়নি তবে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com