আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের উমরপুর গ্রামে আওয়ামী লীগের বৈঠক চলার সময় জামায়াত শিবিরের হামলা, ও আওয়ামীলীগ কর্মীদেও পাল্টা হামলায় ৩ জন নিহত ও উভয়পরে ১২ জন আহত। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ২টায় উপজেলার শ্যামপুর ইউনিয়নাধীন উমরপুর (খোচপাড়া) গ্রামে বশির মেম্বারের বাড়িতে আওয়ামী লীগের আঞ্চলিক নেতা পর্যায়ের বৈঠক চলাকালে জামায়াত শিবির হামলা চালায় এই সময় ককটেল বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা। এই সময় দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামীলীগ ও জামায়াত শিবির সংঘর্ষে আওয়ামীলীগের ২ জন ও জামায়াতের একজন কর্মী নিহত হয়। আওয়ামী লীগ সমর্থক শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের আলতু মন্ডলের ছেলে নাসির উদ্দীন (৪০) কে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ও উমরপুর গ্রামের বাহার আলীর ছেলে নুর্শেদ আলী (৫০)কে রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে নেয়ার সময় মারা যান। অন্যদিকে জামায়াত সমর্থক ভবানিপুর মাদ্রাসার শিক ও গোমস্তাপুর থানার জাতাহারা ইউপির লেবুডাঙ্গা গ্রামের আবু বাক্কার সিদ্দিকের ছেলে বশির উদ্দীন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেয়ার সময় মারা যান। সংঘর্ঘে সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, রহমত আলী,তরিকুল আলম, সাত্তার, শরিফ, মোমিন জাহিদ, সহ কমপে ১২ আহত হয়। এ সময় বশির উদ্দিন ও আব্দুল মতিনের বাড়িতে অগ্নিসংযোগ করলে দুটি বাড়ি পুড়ে ভস্মিভূত হয়। আহতরা চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে নিজেদের কর্মী নিহত হওয়ার প্রতিবাদে বিকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোল ঘর এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে শিবির কর্মীরা। এই সময় শিবির শহর শাখার সভাপতি শফিক এনায়েত উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।