চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু চত্বর থেকে গতকাল মঙ্গলবার দুপুরে ৪ কেজি বিষ্ফোরকদ্রব্যসহ ১জনকে গ্রেফতার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর শাহরিয়ার জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু চত্বরে নিয়মিত তলাশী’র অংশ হিসেবে বিজিবি’র একটি দল একটি যাত্রীবাহী বাসে তলাশীর সময় ৪ কেজি বিষ্ফোরক দ্রব্যসহ সাদিকুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাদিকুল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া গ্রামের মিশু মণ্ডলের ছেলে।