প্রানের উৎসবে হাজারো প্রাণ > অসাম্পদায়িক বাংলাদেশ গঠনের দিপ্ত শপথ

চাঁপাইনবাবগঞ্জে আজ স্বরণকালের সবচেয়ে বড় বর্ষবরণ উৎসব হয়েছে.... তরুন- তরুনী শিশু, বৃদ্ধ সহ সব বয়সের নারী পুরুষের পদচারনায় মুখোর ছিল হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, ক্লাব সুপার মার্কেট এলাকা, সাধারণ পাঠাগার, উদীচি চত্বর সহ পুরো শহর। যেন স্তব্ধতা ভেঙ্গে মানুষ এসেছে প্রানের টানে প্রানের উৎসবে ... অসাম্পদায়িক বাংলাদেশ গড়ার দিপ্ত শপথ আর যুদ্ধাপরাধীদের বিচার সম্পূর্ন না হওয়ার ক্ষোভ ছিল তাদের চোখে মুখে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ড. শাহ আলম, পুলিশ সুপার বশির আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। বাহারী রঙের পোষাকে তরুণ তরুনীদের উপস্থিতি শোভাযাত্রার বর্ণাঢ্যতা বাড়িয়ে দেয় বহুগুনে। বিকালে হরিমোহন সরকারী কলেজ মাঠের মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান... হাজারো  দর্শক গভির রাত পর্যন্ত উপভোগ করেছে শিল্পীদের পরিবেশনা।এর বাইরে সাধারণ পাঠাগারে বর্ষবরণের অনুষ্ঠান অনেকেই উপভোগ করেছেন। মঞ্চ তৈরীতেও সাধারণ পাঠাগারে এক খন্ড গ্রামকে তুলে আনা হয়েছিল এবার। জেলা শহরের বাইরেও উপজেলা গুলোতে এবার ব্যাপক আয়োজনে নববর্ষ পালিত হচ্ছে বলে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com