আরিফুল ইসলাম উইল ও তার সহকর্মীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে এবং জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাসদের বিক্ষোভ ও সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও কানসাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আরিফুল ইসলাম উইল ও তার সহকর্মীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে এবং জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)  বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পরে গোল চত্বরে জেলা জাসদের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, নিয়ামুল  ইসলাম ও আব্দুর সবুর।
বক্তরা বলেন একাত্তরের নরঘাতক জামায়াত শিবির আমাদের কর্মীদের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে। অবিলম্বে জামায়াত শিবিরের রাজনীতি বন্ধ করার দাবি করে জাসদ নেতৃবৃন্দ।
উল্লেখ্য আরিফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন এখনো রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com