শিবগঞ্জে আসামী ছিনিয়ে নিতে পুলিশের পিক আপ ভ্যানে জামায়াত শিবিরের ককটেল হামলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালুপুরে শুক্রবার দিবাগত রাতে পুলিশের পিক আপ ভ্যানে ককটেল হামলা চালিয়েছে জামায়াত শিবির কর্মীরা।
পুলিশ জানায়, শিবগঞ্জ থানায় দায়ের হওয়া মামলার এজারভুক্ত আসামী জামায়াত নেতা মাওলানা আলাউদ্দীনকে বারোরশিয়া থেকে রাত ২টার দিকে গ্রেফতার করে নিয়ে আসছিল। কালোপুর মোড়ের কাছে পিক আপ ভ্যানটি আসলে আসামী ছিনিয়ে নিতে জামায়াত শিবির কর্মীরা পর পর দুটি ককটেল নিক্ষেপ করে। দুটি ককটেলই পিক ভ্যানের চাকায় লেগে বিষ্ফোরিত হয়। শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, এতে পিকআপ ভ্যানের সামনের চাকার সামান্য ক্ষতি হয়েছে। পুলিশ সদস্যদের কোন ক্ষতি হয়নি। পরে পুলিশ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এদিকে, সদর ও শিবগঞ্জ থানা পুলিশ গত রাতে ৫ জামায়াত শিবির কর্মীকে গ্রেফতার করেছে।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com