দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

গোমস্তাপুর উপজেলার শেরশাহবাদ গ্রামের আস্তাফুলের ছেলে আব্দুর রাকিব দুবাইয়ে  মাইক্রোবাসে করে তার কর্মস্থলে  যাওয়ার সময় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।  দূর্ঘটনাটি দুবাই স্থানীয় সময় সকাল ৭টায় ঘটেছে। রাকিব দুবাই BELHASAN INDUSTRIAL STON কম্পানীতে নির্মান শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। নিহতের ভগ্নীপতি বিষয়টি নিশ্চিত করে জানন মরদেহ দেশে আনার চেষ্টা করছেন তারা।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com