একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৩টি সংগঠনের ডাকা ২৪ ঘন্টার হরতালে গতকাল রাত ও আজ শনিবার দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে কোন ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি। এক রকম পিকেটিং ছাড়ায় শান্তিপূর্নভাবেই হরতাল চলছে। চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও আন্ত উপজেলা রুটে বাস ছেড়ে যায়নি। ভারী যান চলাচল না করায় সোনামসজিদ স্থল বন্দর থেকে পন্য পরিবহন বন্ধ রয়েছে। শহরে অন্য হরতালের মত অতঙ্ক না থাকলেও অনেকেই হরতালের সমর্থনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। এই নিয়ে কাওসার এ রিপন নামে একজন জানান আজ কোন অতঙ্ক ছাড়ায় হরতাল হচ্ছে, যেখানে গত কয়দিন চাঁপাইনবাবগঞ্জে হরতালে জ্বাল্লাও পোড়াও আর ভাংচুর হয়েছে, নষ্ট হয়েছে দেশের সম্পদ। আজ হরতালে আমরা ভিন্ন চিত্র দেখছি, সম্পূর্ন অহিংস হরতাল, সাংস্কৃতিক কর্মীদেও এই কর্মসূচী থেকে বড় দলগুলোর শিা নেয়া উচিত। এই নিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ইসরাইল সেন্টু জানান আমরা হরতালের নামে ডরতাল করতে চাই না, আজ সবাই স্ব স্ব অবস্থান থেকে হরতাল পালন করেছে। হরতালে যথারীতি পুলিশ সদস্যরাও শহরের গুরুত্বপূর্ন স্থানে অবস্থান করলেও নিশ্চেন্তে সময় পার করছেন। উল্লেখ্যএকাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৩টি সংগঠন বৃহস্পতিবার এ হরতালের ডাক দেয়। বাম রাজনৈতিক দলগুলো, সেক্টর কমান্ডারস ফোরাম, গণজাগরণ মঞ্চ এবং বেশ কিছু সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এতে সমর্থন দিয়েছে।