চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের
বিভিন্নস্থানে পিকেটিং করছে শিবির নেতাকর্মীরা। তারা টায়ার জ্বালিয়ে এবং
ইট-পাটকেল ভেঙ্গে রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
ঢাকায় অবস্থানরত জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, আতঙ্ক সৃষ্টির জন্য কেউ ককটেল দুটি ফেলে গেছে।
এ সময় হরতালের পক্ষে বিভিন্ন স্লোগান দেয় তারা। এরআগে সকালে শহরের শিবতলা ও
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর সামনে, উপররাজরামপুরে
রাস্তায় বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবির। শেষে সেতুর টোল ঘরের সামনে
সমাবেশ করে তারা।
অপরদিকে, জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরের সংসদ সদস্য মুহাম্মদ জিয়াউর রহমানের বাড়ির পাশ থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
গোমস্তাপুর থানার ওসি বজলুর রশীদ জানান, কে বা কারা ককটেল দুটি রেখে গেছে তা জানতে পারেনি পুলিশ।