রাজশাহী মহানগরীর শালবাগান বাজার এলাকায় শিবির-পুলিশ সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য সহ কম পে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে তিন পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কা জনক। তাদের রামেক হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। সশস্ত্র শিবির ক্যাডাররা ছিনিয়ে নিয়ে গেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপরিদর্শক জাহাঙ্গীর আলমের রিভলবার।
প্রত্যদর্শীরা জানান, কেন্দ্রীয় সভাপতির গ্রেপ্তারের প্রতিবাদে পূর্বনির্ধারিত বিােভের অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীতে একটি বিােভ মিছিল বের করে। মিছিলটি শালবাগান বাজার এলাকায় আসলে পুলিশ বাধা দেয়। এ সময় শিবিরকর্মীরা পুলিশকে ল্য করে বেশ কয়েকটি হাতবোমা নিপে করে। পুলিশও বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে। এরপর শিবিরকর্মীরা একত্রিত হয়ে পুলিশ সদস্যদের ধাওয়া করে। তারা ধাওয়া করে ধরে ফেলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপরিদর্শক জাহাঙ্গীর আলমকে (৩৫)। শিবির কর্মীদের চরম নির্মমতার শিকার হন এসআই জাহাঙ্গীর। তার শরীরের বিভিন্ন অংশ ইট দিয়ে থেঁতলে দেয় তারা, বেধড়ক পেটায়, তার শরীরে ককটেল চার্জ করে এবং ছিনিয়ে নেয় তার রিভলবার। এ ছাড়াও আহত হন লতিফুল ও শফিকুল নামের অপর দুই আর্মড পুলিশ কনস্টেবল। তাদের সবাইকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরএমপি কমিশনার এস এম মনির-উজ-জামান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মহানগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যদর্শীরা জানান, কেন্দ্রীয় সভাপতির গ্রেপ্তারের প্রতিবাদে পূর্বনির্ধারিত বিােভের অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীতে একটি বিােভ মিছিল বের করে। মিছিলটি শালবাগান বাজার এলাকায় আসলে পুলিশ বাধা দেয়। এ সময় শিবিরকর্মীরা পুলিশকে ল্য করে বেশ কয়েকটি হাতবোমা নিপে করে। পুলিশও বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে। এরপর শিবিরকর্মীরা একত্রিত হয়ে পুলিশ সদস্যদের ধাওয়া করে। তারা ধাওয়া করে ধরে ফেলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপরিদর্শক জাহাঙ্গীর আলমকে (৩৫)। শিবির কর্মীদের চরম নির্মমতার শিকার হন এসআই জাহাঙ্গীর। তার শরীরের বিভিন্ন অংশ ইট দিয়ে থেঁতলে দেয় তারা, বেধড়ক পেটায়, তার শরীরে ককটেল চার্জ করে এবং ছিনিয়ে নেয় তার রিভলবার। এ ছাড়াও আহত হন লতিফুল ও শফিকুল নামের অপর দুই আর্মড পুলিশ কনস্টেবল। তাদের সবাইকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরএমপি কমিশনার এস এম মনির-উজ-জামান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মহানগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।