চাঁপাইনবাবগঞ্জ: শিবিরের সভাপতি গ্রেফতারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সন্ধা সোয়া সাতটার দিকে শহরে মিছিল করেছে ছাত্র শিবির, এই সময় তারা মিছিল থেকে শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের মুক্তি দাবি করে শ্লোগান দেয়। মিছিলটি প্রেসকাব এলাকা দিয়ে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ করে মিছিলকারীরা। এই সময় এক সিদ্ধ ডিম ব্যবসায়ী আহত হন। এই সময় শহরের আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে সন্ধার পর থেকে শহরের শিবতলা এলাকায় ও ককটেল বিস্ফোরণ এর খবর পাওয়া গেছে।