রাজশাহী শহরের বাটার মোড় এলাকায় আজ রোববার সকালে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় একজন পুলিশ সদস্যের দুই হাতের কবজি উড়ে যায়। আরেকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষে আরও পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
যে পুলিশ সদস্যের হাতের কবজি উড়ে গেছে তিনি সদর থানার উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন। গুরুতর আহত আরেকজন হলেন কনস্টেবল রফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা রাজশাহী শহরে আজ সকাল সাড়ে ১০টার দিকে একটি মিছিল বের করেন। মিছিলটি বাটার মোড় এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে এ ঘটনা ঘটে। পরে পুলিশ জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দিলে তাঁরা পালিয়ে যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বি কে দাশ জানান, গুরুতর আহত মকবুল ও রফিকুলের অস্ত্রোপচার চলছে।
যে পুলিশ সদস্যের হাতের কবজি উড়ে গেছে তিনি সদর থানার উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন। গুরুতর আহত আরেকজন হলেন কনস্টেবল রফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা রাজশাহী শহরে আজ সকাল সাড়ে ১০টার দিকে একটি মিছিল বের করেন। মিছিলটি বাটার মোড় এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে এ ঘটনা ঘটে। পরে পুলিশ জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দিলে তাঁরা পালিয়ে যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বি কে দাশ জানান, গুরুতর আহত মকবুল ও রফিকুলের অস্ত্রোপচার চলছে।