চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর সীমান্ত এলাকা থেকে ৪ কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি।৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মঞ্জুরুল আলম পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার হাকিমপুর বিওপির সদস্যরা ৪ কেজি হেরোইন উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগের ভেতর থেকে ৩২টি পলিথিন প্যাকেটে ৪ কেজি হেরোইন উদ্ধার করা হয়। তবে, এঘটনায় কেউ গ্রেফতার হয়নি।