৩৬ ঘন্টা হরতালের শেষ দিনে চাঁপাইনবাবগঞ্জে ঢিলেঢালা ভাব

চাঁপাইনবাবগঞ্জে কয়েকটি স্থানে ৩৬ ঘন্টা হরতালের শেষ দিনে ১৮ দলের সমর্থকরা পিকেটিং করার চেষ্টা হলেও পুলিশের তৎপরতায় তা বেশিক্ষন স্থায়ী হয়নি।  চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা সেতু এলাকায় সকালে একটি মিছিল করে হরতাল সমর্থকরা। এছাড়া শহরের অপর প্রান্ত চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়কের উপরাজারামপুরে একটি ঔষধ কম্পানীর গাড়ি ভাংচুর করে পিকেটাররা। এর বাইরে সোনার মোড়সহ দুই একটি সড়কে হরতাল সমর্থকরা টায়ার জ্বালিয়ে যানচলাচল বন্ধের চেষ্টা করলেও পুলিশি তৎপরতায় তা বেশিক্ষন স্থায়ী হযনি। পুলিশ এসে এইসব নিভিয়ে ফেলে। 
চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দুরপাল্লা ও আতœঃজেলা রুটে বাস ছেড়ে যায়নি। অন্যদিকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে ব্যাটারী চালিত অটোরিস্কাসহ ছোট যান চলাচল করছে। সোনামসজিদ স্থল বন্দরের অভ্যন্তরিন কার্যক্রম হলেও পন্য পরিবহন বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণস্থানে পুলিশ ও বিজিবি সদস্যরা সতর্কাবস্থায় রয়েছে। ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কাজ করছে। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে গতকাল মঙ্গলবার রাতে শহরে বেস কয়েকটি স্থানে ককলেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শহরের অক্টর মোড় এলাকায় পুলিশ সুপারের বাসার সীমানা প্রাচীরের কাছে দুটি ককটেল বিস্ফোরনের কথা নিশ্চিত করেছেন সদর থানার ওসি এনায়েত উদ্দীন। এতে কেউ হতাহত হয়নি। তবে এটি কারা ঘটিয়েছে এই বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com