মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠিত করতেই ভাষ্যকারের পদ বেছে নিলেন শরিফুল

শফিকুল ইসলাম , শিবগঞ্জ: শরিফুল ইসলাম, বাড়ি তাঁর শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নাধীন বাগিতলা গ্রামে। তার নেশা হলো একজন খ্যাতনামা ভাষ্যকার হয়ে শিবগঞ্জের তরুনসমাজকে সুশিার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলায় উদ্বুদ্ধ করে মাদক বিমুখ করে গড়ে তোলা। এ উদ্দেশ্যে তিনি ১৭ বছর ধরে বিনা পারিশ্রমিকে বিভিন্ন স্থানের বিভিন্ন খেলায় ভাষ্যকার হিসাবে কাজ করে। বিভিন্ন কাব ও সংস্থা থেকে শতাধিক পুরস্কার অর্জন করেছেন।  তার সাথে কথা হলে তিনি জানান, ১৯৯৭ সালে ৪ এপ্রিল আই সিসি টুর্নামেন্টের  সমাপনী খেলায় জাফরুল্লাহর চৌধুরীর ভাষ্য শুনে অনুপ্রানিত হয়ে চককীত্তির খেলার  মাঠে এক  বরফওয়ালার মাইকে প্রথম ভাষ্যকারের প্রশিন শুরু করার পর প্রতিটি খেলার মাঠে উপস্থিত হয়ে খেলা কমিটিকে অনুরোধ করে ভাষ্যকারের কাজ করে ভাষ্যকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি। এখন  প্রতি মাসে জেলা ও জেলার বাহির থেকে ২০-২২ টি খেলায় ভাষ্যকার হিসাবে যাই। কারও কাছে কোন টাকা গ্রহন করিনা । উদ্দেশ্য হলো খেলার মাধ্যমে তরুন সমাজকে মাদকমুক্ত পরিবেশের মধ্য দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা। তার স্ত্রী মোসাঃ  মোসলেমা বেগম  রেডিও মহানন্দাকে জানান পরিবারের প থেকে আমি আমার স্বামীকে উৎসাহ প্রদান করে থাকি। তার একাজে ছুটাছুটি করায় সংসারের কোন তি হয়না।  প্রতিবেশী অধ্যাপক মোহাঃ রবিউল আলম তরুন জানান, শরিফুলের ভাষ্যকারের একাজে অনুপ্রানিত হয়ে এলাকার তরুন সমাজ বিভিন্ন স্থানে কাব ও সংঘ প্রতিষ্ঠা করে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় ব্যস্ত থাকায় তাদের মধ্যে অপরাধমূলক কাজের প্রবনতা কমেছে এবং মাদকের ছোবল থেকে মুক্ত থাকছে।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com