গোমস্তাপুরে মেয়েকে হত্যার অভিযোগে বাবা ও সৎ মা আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মাদরাসা পাড়ায় মেয়েকে নির্যাতন করে হত্যার অভিযোগে বাবা ও সৎ মাকে সোমবার সন্ধ্যায় আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- মাদরাসাপাড়ার আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী সুলতানা আহমেদ।

গোমস্তাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ জানান, আব্দুর রাজ্জাকের প্রথম স্ত্রীর মেয়ে ফাতেমা খাতুন গত দশমাস ধরে তার কাছেই থাকতেন। সোমবার বিকেলে আব্দুর রাজ্জাক ও তার দ্বিতীয় স্ত্রী ফাতেমার ওপর নির্যাতন চালায়। এতে গুরুতর আহত অবস্থায় গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায় ফাতেমা।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে আসে। ফাতেমা মস্তিস্কে আঘাত জনিত কারণে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। মাথা ছাড়াও ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে  আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে নির্যাতনে হত্যার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় আব্দুর রাজ্জাক ও  সুলতানা আহমেদকে গ্রেপ্তার দেখানো হবে।

Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com