গোমস্তাপুরে মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিল স্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকাসক্ত স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁকে পুলিশে দিয়েছে স্ত্রী। পরে ভ্রাম্যমান আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেয়। গোস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে কাশিয়াবাড়ী গ্রামের মৃত সাত্তার মাস্টারের মাদকসেবী পুত্র হাবিবুর রহমান (৪৫) মাদকের টাকার জন্য স্ত্রীসহ পরিবারের সদস্যদের অতিষ্ঠ করে আসছিল।  তাঁর নির্যাতন সইতে না পেরে স্ত্রী সায়েরা মঙ্গলবার দুপুরে তাঁকে রহনপুর তদন্ত কেন্দ্রে মাদকসেবন অবস্থায় নিয়ে আসে।

পরে পুলিশ ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com