৬ ঘণ্টার কর্মশালা ৩ ঘণ্টায় শেষ


চাঁপাইনবাবগঞ্জের গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রায় ৬ ঘন্টার ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা মাত্র ৩ ঘন্টায় শেষ হয়েছে। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসুচির সহযোগিতায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিআইবি’র মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম, পুলিশ সুপার বশির আহম্মেদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম। এ সময় সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, দৈনিক নয়াদিগন্তের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান কুটু, সাপ্তাহিত সোনামসজিদ পত্রিকার সম্পাদক জোনাব আলী।
প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সাংবাদিকতার মান উন্নয়নের লক্ষে আয়োজিত এই প্রশিক্ষন কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার সংবাদ পত্র, ইলেক্ট্রনিক গণমাধ্যম, জেলা তথ্য কর্মকর্তাসহ প্রায় ৪০ জন অংশ নেন। তবে এই কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়নি, চাঁপাইনবাবগঞ্জের একমাত্র অনলাইন সংবাদ মাধ্যম ‘চাঁপাইনবাবগঞ্জনিউজডটকম’এর কোন প্রতিনিধিকে। এইভাবে বাদ পড়েছেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১, মাছরাঙ্গা এবং মোহনা টেলিভিশনের প্রতিনিধিও।
এ ঘটনায় ‘চাঁপাইনবাবগঞ্জনিউজডটকম’এর সম্পাদক শহীদুল হুদা অলক বিস্ময় প্রকাশ করে বলেন, ‘ সমসাময়িক দেশের প্রতিটি সংবাদ পত্র তথা গণমাধ্যমই উন্নত প্রযুক্তি ব্যবহার করে জনগনকে সেবা প্রদান করছেন। কিন্তু' মোটাদাগে যদি ধরা যায় তবে, অনলাইন সংবাদ মাধ্যমকে উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে হয়। সরকারের রূপকল্প বাসত্মবায়ন বা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন সংবাদ মাধ্যমের গুরত্ব অপরিসীম। তারপরেও রহস্যজনক কারণে উন্নত প্রযুক্তি বিষয়ক এই রিপোর্টিং প্রশিক্ষন কর্মশালায় ‘চাঁপাইনবাবগঞ্জনিউজডটকম’কে বাদ রাখা হয়েছে’। তিনি বলেন, ‘ গেল ৩ বছর ধরে অনেক সমস্যা অতিক্রম করে ‘চাঁপাইনবাবগঞ্জনিউজডটকম’ কাজ করে যাচ্ছে। কেউ না ডাকলেও প্রযুক্তি ও প্রগতির বিকাশে আমরা কাজ করে যাবো’।
কর্মশালা সূত্র জানিয়েছে, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশিক্ষন কর্মশালার সময় ৭ ঘণ্টা নির্ধারিত ছিল। সেখানে বেলা ১১ টায় শুরু হওয়া এই কর্মশালা ৬ ঘন্টা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে অনুষ্ঠিত হয়েছে মাত্র ৩ ঘন্টা। ওই সূত্র জানিয়েছে, এর মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও চা বিরতিতে কেটে গেছে ১ ঘন্টা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে পিআইবি মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, ‘গণমাধ্যমকে এগিয়ে নেয়া, আধুনিক জীবন-যাপন এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তথ্য প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। এ লক্ষে সরকার কাজ করে চলেছে’।  তিনি বলেন, ‘ সরকারের ভিশন ২০-২১ নিয়ে কেউ কেউ ভিন্ন ব্যাখ্যা দিতে বা ভিন্নভাবে কথা বলে থাকেন। তবে, গ্রমীণ জনপদের মানুষের কাছে তথ্য প্রযুক্তির সুবিধা নিশ্চিত করতে সরকার সারাদেশে ৪হাজার ৫শ ১৬টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন করেছে। এতে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
সাংবাদিকদের গুণগত মান উন্নয়নে প্রশিক্ষন অত্যন্ত গুরম্নত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘যে সমস্ত বিষয় নিয়ে কাজ করলে দেশ এগিয়ে যায় সে বিষয়ে সমন্বিতভাবে কাজ করা যেতে পারে’। এ জন্য তিনি সাংবদিক ফোরাম তৈরী এবং ঘটনার শিকড়ে গিয়ে অনুসন্ধানী সাংবাদিকতার উপর গুরুত্বআরোপ করেন।
কর্মশালায় মোট চারটি বিভাগে প্রশিক্ষন হবার কথা থাকলেও হয়েছে তিনটি বিভাগে। প্রশিক্ষন কর্মশালার প্রশিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পা-ে তার বক্তব্য উপস্থাপনের এক পর্যায়ে বলেন, ‘ তড়িঘড়ি করে বক্তব্য উপস্থাপন করতে গেলে অপূর্ণতা থেকে যায়। যাই হোক আমরা এইভাবেই চালিয়ে নিবো’। তিনি সুপার হাইওয়ের সঙ্গে প্রত্যেক অঞ্চলকে যুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন।
কর্মশালায় প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের কমিউনিকেশন কনসালটেন্ট হাসান মোঃ বেনাউল ইসলাম ডিজিটাল বাংলাদেশ কী, কেন এবং বর্তমান অগ্রগতি বিষয়ক বক্তব্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের লড়্গ্যে নানান ইতিবাচক দিক তুলে ধরেন।
কর্মশালায় পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান অনুপস্থিত থাকায় তার বিভাগে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়নি।
এদিকে, পিআইবি মহাপরিচালককে ‘চাঁপাইনবাবগঞ্জনিউজডটকম’এর প্রতিনিধিকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি অবহিত করা হলে তিনি বিষয়টি দুঃখজনক উল্লেখ করে বলেন, ‘ সমন্বয়কারী স্থানীয় প্রেসক্লাবের সঙ্গে কথা বলে অংশগ্রহণকারীদের ব্যাপারটি ঠিক করেছেন। সেখানেই ত্রুটিটি হয়েছে’।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com