শিবগঞ্জ খানা-হাজত থেকে আসামীর পলায়ন

শফিকুল ইসলাম শিবগঞ্জ :  শিবগঞ্জ খানা হাজত থেকে শুক্রবার গ্রেফতারকৃত এক আসামী পালিয়ে গেছে। শিবগঞ্জ থানা পুলিশ সুত্র জানিয়েছে শিবগঞ্জের মনাকষা মোড়ে কালুপর গ্রামের আয়েস উদ্দীনের
ছেলে এইচ এস সি পরীার্থী সালাউদ্দীন(১৮) কে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়। দুপুরে খাবার দেয়ার সময় সাল্লাউদ্দীন থানা হাজত থেকে পালিয়ে যায়। এই নিয়ে শিবগঞ্জ থানায় তোলপাড় সৃষ্টি হয়।
শিবগঞ্জ থানার এস আই নিজাম উদ্দীন জানান দুপুরে খাবার দেয়ার কোন এক সময় সালাউদ্দীন পালিয়ে যায়। তিনি জানান তাঁকে গ্রেফতারের জোর তৎপরতা চলছে।
পুলিশ সুপার বসির আহম্মদ শিবগঞ্জ থানা হাজত থেকে আসামী পলায়নের বিষয়টি স্বিকার করেছেন।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com