শিবগঞ্জের তিন ইউনিয়নে শিলাবৃষ্টিতে আম ও বোরোধানের ক্ষতি

শফিকুল ইসলাম,শিবগঞ্জ: শিবগঞ্জ উপজেলার চার ইউনিয়নে ভারি শীলাবৃষ্টিতে আম ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল রাত ১ টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি সঙ্গে শীলা পড়লে উপজেলার মনাকষা, বিনোদপুর, শ্যামপুর ও দুর্লভপুর ইউনিয়নের কয়েকশ’ একর জমির বোরো ধান ও আম ক্ষতিগ্রস্থ হয়। চাষীরা জানিয়েছেন, শীলার আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আম। শীলা আঘাতপাপ্ত আম কয়েক দিনে মধ্যেই ঝড়ে পড়বে বলে জানান তারা। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল ফারুক বলেন, শিলা বর্ষনে বেশ ক্ষতি হয়েছে। তবে এখন ক্ষতির পরিমান নির্ধারন কর হয়নি।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com