চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীরের গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের মিছিল

ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম গ্রেফতারের প্রতিবাদে গতকাল শবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরে বিােভ মিছিলকালে র‌্যাব পুলিশের সঙ্গে জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় ৭ জামায়াত শিবির কর্মীকে আটক করা হয়েছে।

বিকেলে জেলা জামায়াতের আমীরের গ্রেফতারের প্রতিবাদে জামায়াত শিবির কর্মীরা শহরের বড় ইন্দারা মোড় থেকে বিােভ মিছিল বের করে। মিছিলটি গাবতলা এলাকায় এসে পৌছলে র‌্যাব ও পুলিশ সদস্যদের বাধার মূখে পড়ে। এ সময় মিছিলকারীরা র‌্যাব সদস্যদের ল্য করে ইটপাটকেল নিপে করলে তাদের ছত্রভঙ্গ করতে র‌্যাব ও পুলিশ প্রায় ২৫ থেকে ৩০ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। ফলে গোটা এলাকায় আত্মংক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ জামায়াত নেতা ওমর ফারুকসহ ৭জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে। শহরে অতিরিক্ত পুলিশ, র্যাব বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে। এদিকে আমাদের শিবগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম জানান জেলা আমির গ্রেফতারের প্রতিবাদে শিবগঞ্জ শহরে বিােভ মিছিল করেছে জামায়াত শিবির।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com