ঢাকায় আটক জেলা জামায়াতের আমীরের বিরম্নদ্ধে সদর থানায় মামলা রয়েছে

ঢাকায় র‌্যাবের হাতে আটক চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর নজরম্নল ইসলামের বিরম্নদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছেএ সব মামলায় তিনি এজাহারভুক্ত আসামী। জামায়াতের পৃষ্টপোশকতায় পরিচালিত ইকরা ট্রাস্টের শিড়্গা প্রতিষ্ঠান ( প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়যুক্ত) ফুলকুড়ি ইসলামিক একাডেমির প্রধান শিড়্গক নজরম্নল ইসলাম বহু বছর থেকে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্তএক সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও নায়েবে আমীরের দায়িত্ব পালন করেছেনদলীয় সূত্র জানিয়েছে, বছর খানেক আগে বহু বছরের জেলা জামায়াতের আমীর অধ্যাপক রফিকুল ইসলাম কেন্দ্রীয় সদস্য হলে জেলা জামায়াতের আমীরের দায়িত্ব পান নজরম্নল ইসলামশানত্ম প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত নজরম্নল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ-১ ( শিবগঞ্জ) আসনে দলীয় প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে অংশও নিয়েছেন
মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জেলাজুড়ে জামায়াত শিবির কর্মীদের ভয়াবহ তা-বলীলায় পুলিশ বাদিত্বে দায়ের হওয়া বেশ কিছু মামলার তিনি এজাহার নামীয় আসামীমামলা দায়েরের পর থেকে তিনি আড়াল থেকেই সংগঠনের নেতৃত্ব দিয়ে এসেছেন২৮ ফেব্রম্নয়ারি থেকে কানসাট পলস্নী বিদ্যুৎ কেন্দ্রে হামালা অগ্নি সংযোগ, সোনামসজিদ পর্যটন মোটেলে হামলা ভাঙ্গচুর, চাঁপাইনবাবগঞ্জ সদরে বিআরটিসি বাসে অগ্নি সংযোগসহ প্রায় ডজন খানেক বড় নাশকতামূলক কর্মকা- জেলায় সংগঠিত হলেও তিনি কটি মামলার আসামী সেই পরিসংখ্যান শনিবার বিকেলে জেলা পুলিশ জানাতে পারেনিচাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মেদের সঙ্গে বিকেলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ তিনি ( নজরম্নল ইসলাম) কটি মামলার এবং কি ধরণের মামলার আসামী তার পরিসংখ্যান এখন আমার টেবিলে নেইতিনি পৃথক পৃথকভাবে থানা থেকে তথ্য সংগ্রহ করার পরামর্শ দেনচাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়তে উদ্দীন বলেন, ‘ জেলা জামায়াতের আমীর নজরম্নল ইসলাম নাশকতামূলক কর্মকা-, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগসহ বেশ কিছু মামলার আসামীবহু মামলায় সরাসরি এজাহারে তার নাম রয়েছেএ ব্যাপারে শিবগঞ্জ থানায় যোগাযোগ করা হলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, জেলা জামায়াতের আমীরের বিরম্নদ্ধে শিবগঞ্জ থানায় কোন মামলা নেই
এদিকে জেলা জামায়াতের আমীর নজরম্নল ইসলাম আটক হওয়ার ঘটনায় শনিবার চাঁপাইনবাবগঞ্জের জেলা জামায়াত প্রতিবাদ মিছিল করেছেজেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান জানিয়েছেন, আটকের প্রতিবাদে পরবর্তীতে জেলায় বিড়্গোভসহ বড় ধরণে কর্মসুচি ঘোষণা করা হবে
এদিকে, জেলা জামায়াতের আমীর নজরম্নল ইসলাম গ্রেফতারের প্রতিবাদে শবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরে বিড়্গোভ মিছিলকালে র‌্যাব পুলিশের সঙ্গে জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছেএ সময় ৭ জামায়াত শিবির কর্মীকে আটক করা হয়েছে
বিকেলে জেলা জামায়াতের আমীরের গ্রেফতারের প্রতিবাদে জামায়াত শিবির কর্মীরা শহরের বড় ইন্দারা মোড় থেকে বিড়্গোভ মিছিল বের করেমিছিলটি গাবতলা এলাকায় এসে পৌছলে র‌্যাব সদস্যদের বাধার মূখে পড়েএ সময় মিছিলকারীরা র‌্যাব সদস্যদের লড়্গ্য করে ইটপাটকেল নিড়্গেপ করলে তাদের ছত্রভঙ্গ করতে র‌্যাব প্রায় ২৫ থেকে ৩০ রাউ- ফাকা গুলি ছোড়েপরে পুলিশ এসে র‌্যাবের সঙ্গে যোগ দেয়ফলে গোটা এলাকায় আত্মংক ছড়িয়ে পড়েএ ঘটনায় পুলিশ জামায়াত নেতা ওমর ফারম্নকসহ ৭জনকে ঘটনাস'ল থেকে আটক করেছেশহরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com