চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইকারীর কবলে বিজিবি সদস্য

চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর রেল ক্রসিংএর কাছে মঙ্গলবার ভোররাতে ছিনতাইকারীদের হামলা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক বিজিবি সদস্য। তাকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবি জানায়, বিজিবি’র ৯ ব্যাটালিয়নের সদস্য মোবারক আলী তার দেশের বাড়ী পাবনা থেকে নৈশকোচযোগে ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জে এসে পৌছে। ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ বাসস্ট্যান্ড থেকে রিক্সাযোগে ৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে যাওয়ার পথে আলিনগর রেল ক্রসিংএর কাছে এক ছিনতাইকারী তার পথরোধ করে হাতে, মাথায় ও পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় মোবারক আহত অবস্থায় দৌড়ে ব্যাটালিয়নে এসে পৌছে। সকালে আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com