চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর রেল ক্রসিংএর কাছে মঙ্গলবার ভোররাতে ছিনতাইকারীদের হামলা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক বিজিবি সদস্য। তাকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবি জানায়, বিজিবি’র ৯ ব্যাটালিয়নের সদস্য মোবারক আলী তার দেশের বাড়ী পাবনা থেকে নৈশকোচযোগে ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জে এসে পৌছে। ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ বাসস্ট্যান্ড থেকে রিক্সাযোগে ৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে যাওয়ার পথে আলিনগর রেল ক্রসিংএর কাছে এক ছিনতাইকারী তার পথরোধ করে হাতে, মাথায় ও পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় মোবারক আহত অবস্থায় দৌড়ে ব্যাটালিয়নে এসে পৌছে। সকালে আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
বিজিবি জানায়, বিজিবি’র ৯ ব্যাটালিয়নের সদস্য মোবারক আলী তার দেশের বাড়ী পাবনা থেকে নৈশকোচযোগে ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জে এসে পৌছে। ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ বাসস্ট্যান্ড থেকে রিক্সাযোগে ৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে যাওয়ার পথে আলিনগর রেল ক্রসিংএর কাছে এক ছিনতাইকারী তার পথরোধ করে হাতে, মাথায় ও পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় মোবারক আহত অবস্থায় দৌড়ে ব্যাটালিয়নে এসে পৌছে। সকালে আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।