এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে এবারো শীর্ষস্থান ধরে রেখেছে জেলা সদরের অন্যতম মাধ্যমিক বিদ্যাপিঠ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। এবার এই বিদ্যালয়ের ২৪৭ জন পরীক্ষায় অংশগ্রহন করেছিল। শতভাগ পাসসহ ১৬১ জন জিপিএ-৫ পেয়েছে। জেলার শীর্ষে থাকা এই বিদ্যালয় রাজশাহী শিক্ষা বোর্ডে ১৯তম স্থান দখল করেছে। বরাবারে মতো দ্বিতীয় অবস্থানে রয়েছে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ১৬৪ জনের পরীক্ষার্থীরে সকলেই পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯১ জন। এছাড়া জেলা সদরের ফুলকুড়ি ইসলামিক একাডেমী থেকে জিপিএ-৫ পেয়েছে ২৮ জন, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন, হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৮, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয় থেকে ৬, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জিপিএ-৫ পেয়েছে। এদিকে শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়েরর ৮৫ জন শিক্ষার্থীর সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬৪ জন। দাদনচক এইচএম উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন, বিনোদপুর উচ্চ বিদ্যালয় থেকে ১২ জন, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন, কানসাট উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন, হরিনগর উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন, রানিহাটি উচ্চ বিদ্যালয় থেকে ২ জন জিপিএ-৫ পেয়েছে। গোমস্তাপুর উপজেলার রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৫০ জিপিএ-৫ পেয়েছে। এছাড়া প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৮ জন, রহনপুর রাবেয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন, গোমস্তাপুর উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন, চৌডালা উচ্চ বিদ্যালয় থেকে ৪, চৌডালা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৭, নাচোল খ ম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৯ জিপিএ-৫ পেয়েছে।