গোমস্তাপুরে আদিবাসীদের উপর নির্যাতন ও জমি জাল বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে গোমস্তাপুর উপজেলা জাতীয় আদিবাসী পরিষদ ও লাহান্তি ফাউন্ডেশন।
মঙ্গলবার সকালে কয়েক শতাধিক আদিবাসী বিক্ষোভ মিছিল নিয়ে এসে উপজেলা স্মৃতি স্তম্ভে সমাবেশ করেন। সমাবেশে আন্দোলনরত আদিবাসীরা বলেন, গোমস্তাপুর উপজেলার বিভিন্ন আদিবাসী গ্রামে দীর্ঘ সময় থেকে নানা কৌশলে আদিবাসীদের জমি নামে-বেনামে হস্তান্তর করে ভূমিদস্যু সেরাজুল ইসলাম ভূতসহ তার গং তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ১০১ বিঘা জমি ভূমিদস্যুদের নামে-বেনামে হস্তান্তরিত দলিল বাতিল ও প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার দাবী জানায়। জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তির্কীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- লাহান্তি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এভারিষ্ট হেমব্রম ও জাতীয় আদিবাসী পরিষদের সহ-সভাপতি হীরা ব্রর্তী, বিষদ মনি টপ্প, শ্রী খিতিশ গণেশ ও সোনালী সংবাদের বার্তা সম্পাদক সৈয়দউল আলম কাজল ও ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীর। পরে সমাবেশে এসে একাত্মতা ঘোষণা করেন গোমস্তাপুর উপজেলা কর্মকর্তা রুহুল আমিন। বক্তব্য শেষে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তির্কী ও লাহান্তি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এভারিষ্ট হেমব্রম গোমস্তাপুর উপজেলা কর্মকর্ত কে একটি স্মারকলিপি প্রদান করেন।
মঙ্গলবার সকালে কয়েক শতাধিক আদিবাসী বিক্ষোভ মিছিল নিয়ে এসে উপজেলা স্মৃতি স্তম্ভে সমাবেশ করেন। সমাবেশে আন্দোলনরত আদিবাসীরা বলেন, গোমস্তাপুর উপজেলার বিভিন্ন আদিবাসী গ্রামে দীর্ঘ সময় থেকে নানা কৌশলে আদিবাসীদের জমি নামে-বেনামে হস্তান্তর করে ভূমিদস্যু সেরাজুল ইসলাম ভূতসহ তার গং তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ১০১ বিঘা জমি ভূমিদস্যুদের নামে-বেনামে হস্তান্তরিত দলিল বাতিল ও প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার দাবী জানায়। জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তির্কীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- লাহান্তি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এভারিষ্ট হেমব্রম ও জাতীয় আদিবাসী পরিষদের সহ-সভাপতি হীরা ব্রর্তী, বিষদ মনি টপ্প, শ্রী খিতিশ গণেশ ও সোনালী সংবাদের বার্তা সম্পাদক সৈয়দউল আলম কাজল ও ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীর। পরে সমাবেশে এসে একাত্মতা ঘোষণা করেন গোমস্তাপুর উপজেলা কর্মকর্তা রুহুল আমিন। বক্তব্য শেষে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তির্কী ও লাহান্তি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এভারিষ্ট হেমব্রম গোমস্তাপুর উপজেলা কর্মকর্ত কে একটি স্মারকলিপি প্রদান করেন।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন