চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর থেকে র্যাব মঙ্গলবার জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের ৩ আঞ্চলিক নেতাকে কম্পিউটার, সিডি ও জেহাদী বইসহ আটক করেছে। আটককৃতরা হচ্ছে রহনপুর কলেজমোড়স্থ মাদ্রাসা মার্কেটের সুমাইয়া টেলিকমের স্বত্বাধিকারী সাদিকুল ইসলাম , রহনপুর স্টেশনবাজারের এ্যাডভান্স ডেন্টাল কেয়ারের ইব্রাহিম ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রর উপ-সহকারী মেডিকেল অফিসার ফারুক হোসেন। র্যাব জানায়, দুপুর ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি বিশেষ দল রহনপুর বাজারে অভিযান চালায়। এ সময় তিনটি পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। অভিযানকালে ২টি কম্পিউটার সিপিইউ, ২ মনিটর, ২৬টি সিডি ও বেশ কিছু জেহাদী বই জব্দ করা হয়। র্যাব জানায়, আটক ইব্রাহিম, ফারুক ও সাদেকুল আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র সঙ্গে যুক্ত ছিল। হালে তারা তাদের আধ্যতিক নেতা মুফতি জসিম উদ্দীনের অনুসারী হয়ে আনসারুল্লাহ বাংলাটিমের আঞ্চলিক নেতার দায়িত্ব পালন করে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মামলা হয়েছে।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন