দারিদ্র বিমোচনে খাদ্য নিরাপত্ত প্রকল্প ও ইউনিয়ন পরিষদ শীর্ষক স্থানীয় সরকার পরামর্শ সভা

চাঁপাইনবাবগঞ্জে শনিবার দারিদ্র বিমোচনে খাদ্য নিরাপত্ত প্রকল্প ও ইউনিয়ন পরিষদ শীর্ষক স্থানীয় সরকার  পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ পাঠাগারে স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম (এলজিজেএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই সভার  আয়োজন করে।
জেলা এলজিজেএফের সভাপতি আমিনুল ইসলামনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাপ্তাহিক সীমান্তের কাগজের সম্পাদক জাফরুল আলম, সাপ্তহিক সোনামসজিদের সম্পাদক জোনাব আলী, সাপ্তহিক চাঁপাই প্রতিদিনের সম্পাদক রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রেস কাবের সভাপতি গোলাম মোসত্ফা মন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, এমএমসির প্রশিক্ষণ সহযোগি সাবিহা শবনম সুষমা প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, এলজিজেএফের সাধারণ সম্পাদক রবিউল হাসান ডলার।
ম্যাস লাইন মিডিয়া সেন্টার-এমএমসি ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন এসডিসি’র সহায়তায় এবং সিটিজেন ভয়েস ফর ইমপ্রুভড লোকাল পাবলিক সার্ভিসেস সিভিআইপিএস প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, দরিদ্র বিমোচনে সরকারের গৃহীত খাদ্য নিরাপত্তা প্রকল্প গুলোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করে এমন প্রকল্প গ্রহণ করা হলে দেশের দারিদ্র বিমোচন করা সম্ভব হবে। তারা বলেন, খাদ্র নিরাপত্তা কর্মসূচি গুলো বাস্তবায়নে আরো সচ্ছতা ও জাবাবদিহিতা থাকা প্রয়োজন। এ কাজে সাংবাদিকরা বিরাট ভূমিকা রাখতে পারেন বলে সভায় মত প্রকাশ করা হয়।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com