চাঁপাইনবাবগঞ্জে পুলিশ-শিবির সংঘর্ষে ওসি সহ আহত ২৩

চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড়ে সোমবার সন্ধ্যায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওসি ও সাত পুলিশ সদস্যসহ অন্তত ২৩ জন আহত হয়েছে। স্থানীয়রা জানান, হরতাল সমর্থনে বড় ইন্দারা মোড় থেকে শিবির একটি বিােভ মিছিল বের করে শিবির। মিছিলটি আবারো বড় ইন্দারা মোড়ে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় পৌণে এক ঘন্টা ধরে চলে সংঘর্ষ। এসময় হরতালকারীদের ককটেল এবং পুলিশের রাবার বুলেট ও টিয়ারসেলে পুরো এলাকা রণেেত্র পরিণত হয়। সদর থানার ওসি এস এম বজলুর রশীদ জানান, শিবিরের মিছিল থেকে অতর্কিতভাবে পুলিশকে ল্য করে ককটেল বিস্ফোরণ করা হয়। পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে পুলিশ ১০ রাউন্ড টিয়ার শেল ও শতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এসময় শিবিরের ছোড়া ককটেলের আঘাতে তিনিসহ আরো সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। এদিকে জেলা ছাত্র ছাত্রশিবিরের ছাত্র কল্যাণ সম্পাদক হাদিদুল মবিন জানান, পুলিশের রাবার বুলেটে তাদের ১৫ জন কর্মী আহত হয়েছেন। শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে পুলিশ হামলা করলে এই সংঘর্ষ বাধে বলে পাল্টা দাবি করেন তিনি।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com