সদর হাসপাতাল ও যবু প্রশিক্ষণ কেন্দের ফলক ও ভিত্তি প্রস্তর স্থাপন

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেছেন. আওয়ামীলীগ কথায় নয় কাজে বিশ্বাস করে। আর তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সারাদেশে ব্যাপক উন্নয়ন করে চলেছে। তারই ধারাবাহিকতায় আমার নির্বাচনী ওয়াদা মোতাবেক,  চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালকে ১’শ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে। অবহেলিত চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলসহ সদর উপজেলায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে। ৩০ কিলোমিটার পাকা সড়ক, সাড়ে ১২ কি.মি পদ্মার বাঁধ নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, স্কুল, কলেজ ও মাদ্রাসার একাডেমিক ভবন এবং স্বাস্থ ক্লিনিক নির্মাণ করা হয়েছে। এ ছাড়া সাহেবের ঘাটে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় মহানন্দা সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলেছে। আশা করছি এই সরকারের মেয়াদেই সেতুটি উদ্বোধন করবেন। এই সেতুটি চালু হয়ে গেলে শহরের সাথে চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাসহ জনগণের জীবনমান উন্নয়নে আমুল পরিবর্তন ঘটবে। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালকে ১’শ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করণ প্রকল্পের ফলক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা, এম এ মোজাহার হোসেনের সভাপতিত্বে হাসপাতাল চত্বরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুল মতিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আজিজুল হক, জেলা বিএম’র সভাপতি ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, জেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সান্তনা হক, চাঁপাইনবাবগঞ্জ গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম,
আব্দুল ওদুদ আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জ শহরসহ সদর উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে এই সরকারের ধারাবাহিকতা বজায় রাখা একান্ত প্রয়োজন। আর তাই আগামী নির্বাচনে আবারও আওয়ামীলীগকে ভোট দেয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিন স্বাস্থ- জনসংখ্যা এবং পুষ্টি বিভাগ উন্নয়ন কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ১০০ শয্যা সদর হাসতপালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এ প্রকল্পে ১০ তলা পাইল ফাউন্ডেশনের ৮ তলা বিশিষ্ট এই হাসতপাল নির্মানে ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৫০ লাখ টাকা।
পরে শহরের শিবতলা এলাকায় ২ একর জমির উপর ১৩ কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে নির্মাণাধিন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। এই প্রকল্পে একটি একাডেমিক ভবন, ১টি ছাত্রনিবাস, একটি ছাত্রীনিবাস, কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি  ডরমেটরী, একটি পোল্ট্রি শেড, একটি গুরু পালন শেড, মৎস্য চাষের জন্য একটি পুকুর রয়েছে। ৮টি গ্রেডে ১ হাজার ছাত্রছাত্রী প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com