ট্রাইব্যুানলের সমন্বয়ক> দেশের বিভিন্ন অঞ্চলে সংগঠিত মানবতারিরোধী অপরাধের মামলার তদন্ত শুরু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে ১৯৭১ সাথে সংগঠিত গনহত্যার তদন্তে চাঁপাইনবাবগঞ্জে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়ক মুহ. আবদুল হাননান খান বলেছেন, শীর্ষস্থানীয় মানবতাবিরোধী অপরাধীদের মধ্যে অনেকেরই বিচার কাজ শেষ হয়েছে বাকি গুলোও শেষের পথে।  আর এখন দ্বিতীয় ধাপে দেশের বিভিন্ন অঞ্চলের মানবতারিরোধী মামলাগুলোর তদন্ত কাজ শুরু হয়েছে। আর এই প্রক্রিয়ায় ৭১ সালে বিনোদপুর স্কুল মাঠে সংঘটিত গণহত্যার মামলাটি অপরাধ ট্রাইব্যুনালে গ্রহণ করা হয়েছে। সমন্বয়ক মুহ. আবদুল হাননান খান বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠের পাশে গণকবর সহ চানশীকারী গ্রামে রাজাকারদের হাতে নিহত এক যুবকের সমাধীস্থলে থাকা মাথার খুলি দেখেন। মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর সহ এদেশীয় দোষরদের সহযোগিতায় সংগঠিত গনহত্যার বিষয়ে এই সময় স্থানীয়দের সাথে কথা বলেন তিনি। এছাড়াও তিনি বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের একটি কে এলাকার স্থানীয় মুক্তিযুদ্ধা, মুক্তিযুদ্ধ চলাকালীন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ ও মক্তিযুদ্ধের সময় সংগঠিত হত্যাকান্ডের ঘটনার প্রত্যদর্শীদের সাথে মতবিনিময় করেন । তিনি ৭১ সালে শহীদ পরিবারের সদস্যদের কাছ থেকে নির্মমতার কথা জানেন ও নির্যাতনকারীদের সম্পর্কে অবহিত হন। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র এএসপি আলতাফুর রহমান,শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সোবহান, সহকারী পুলিশ সুপার মতিউর রহমান তার সাথে ছিলেন। শিবগঞ্জ থেকে ফিরে সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে তিনি স্থানীয় মুক্তিযোদ্ধাসহ গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com