চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো : চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেছেন, আমার দেয়া প্রতিশ্রুতি মোতাবেক গত পৌণে ৫ বছরে ২য় মহানন্দা সেতুসহ ১৫০ কিঃমিঃ পাকা সড়ক, পদ্মার ভাঙ্গনরোধে বাঁধ, ইউনিয়ন কমপে¬ক্স ভবন নির্মাণ, স্কুল-কলেজ মাদরাসার একাডেমিক ভবন, বেশীর ভাগ গ্রামে বিদ্যুতায়ন করা হয়েছে। যা বিগত সরকারের আমলে এসব উন্নয়ন না করে নিজেদের পকেট ভারী করে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে কেন্দুল ও বালিয়াডাঙ্গা ইউনিয়নে তেকোনা রাস্তার ভিত্তিপ্রস্তর উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা হক, নারায়নপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আলমগীর কবিরসহ অন্যান্যরা।
পরে তিনি চকঝগড়–, দুর্গাপুর, মহিপুর ও দেলবাড়ী রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে প্রায় ৭কিঃ মিঃ রাস্তায় ব্যয় হবে ২কোটি ৭৪ লক্ষ ৮৮হাজার টাকা। এ ছাড়া শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে প্রায় ৬০লক্ষ টাকা ব্যয়ে রামকৃষ্ণপুর ইসলামাবাদ মাদরাসা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও চাঁপাইনবাবগঞ্জ পল¬ী বিদ্যুৎ সমিতির আওতায় প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে ১২৩টি নতুন সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঐদিনই তিনি দুপুরে দেবীনগর-সুন্দরপুর এলাকার প্রায় ১২কোটি ব্যয়ে ১৩ কিঃমিঃ পাকা সড়কের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে তিনি চকঝগড়–, দুর্গাপুর, মহিপুর ও দেলবাড়ী রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে প্রায় ৭কিঃ মিঃ রাস্তায় ব্যয় হবে ২কোটি ৭৪ লক্ষ ৮৮হাজার টাকা। এ ছাড়া শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে প্রায় ৬০লক্ষ টাকা ব্যয়ে রামকৃষ্ণপুর ইসলামাবাদ মাদরাসা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও চাঁপাইনবাবগঞ্জ পল¬ী বিদ্যুৎ সমিতির আওতায় প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে ১২৩টি নতুন সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঐদিনই তিনি দুপুরে দেবীনগর-সুন্দরপুর এলাকার প্রায় ১২কোটি ব্যয়ে ১৩ কিঃমিঃ পাকা সড়কের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন