কফিল হত্যাকাণ্ড > ‘সালাম-কফিল ছাড়া বাকিরা পালিয়ে যা’

শহীদুল হুদা অলক > চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানিহাটি বাজারে মঙ্গলবার রাতে কমান্ডো স্টাইলে স্বশস্ত্র হামলা চালিয়ে আওয়ামীলীগ কর্মী কফিল উদ্দিন হত্যাকান্ড চালানো হয়েছে পরিকল্পিতভাবে। হটাৎ বিদ্যুৎ বন্ধ করে অন্ধকারের মধ্যে বৃষ্টির মত ককটেল ফাটিয়ে ত্রাস সৃষ্টির পর কুপিয়ে হত্যা করা হয় কফিলকে। পরিকল্পিত হত্যা মিশনে অংশ নেয়া দূর্বৃত্তরা ঘটনাস'লে গিয়েই হুমকার ছাড়ে ‘সালাম-কফিল ছাড়া বাকিরা পালিয়ে যা’ৃ। তারপরেই ঘটে হত্যাকা-ৃ। নিহতের পরিবার, সন্ত্রাসী হামলায় আহত ও প্রত্যাড়্গদর্শীরা এমন অভিযোগ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত রানীহাটিতে এলাকায় আধিপত্য বিসত্মারকে ঘিরে দীর্ঘদিন ধরে বর্তমান ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফুল হক আশরাফ বাহিনীর সঙ্গে এক সময় সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোসত্মফা পাচু বাহিনী আর হালে আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম বাহিনীর দ্বন্দ্ব চলে আসছে। আধিপত্য বিসত্মারকে ঘিরে বহু বছরের এই দ্বন্দ্বে একাধিক হত্যাকা-সহ বহু ঘরবাড়ি ভাঙ্গচুর, লুটপাট ও সন্ত্রাসীকা- ঘটেছে। স'ানীয়রা জানায়, নিহত কফিল প্রতিপড়্গের হাতে নির্মমভাবে নিহত হলেও এক সময় সে আশরাফ বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে কাজ করতেন। আশরাফের ভাই মাহবুবের নির্মম মৃত্যুর পর কফিল ধীরে ধীরে আশরাফ বাহিনী থেকে নিস্কৃয় হয়ে চলে আসে প্রতিপড়্গ গ্রম্নপে। সাম্প্রতিক সময়ে আব্দুস সালামের পড়্গে হয়ে কফিল আওয়ামীলীগ কর্মী হিসেবে কাজ করছিলেন।
পুলিশ ও প্রত্যড়্গদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে রানিহাটি বাজারের ইজারা ঘরে ইজারার হিসেবে নিকেশ ও বাজারের সাইকেল পট্টি, পশু পট্টি, পসরা পট্টিসহ বিভিন্ন সেক্টরের সাব ইজারা প্রদানের কাজ চলছিল। এ সময় ১৫ থেকে ২০ জনের একদল দুর্বৃত্ত বৃষ্টির মত ককটেল ফাটিয়ে ইজারা ঘরে হামলা চালায়। দুর্বৃত্তরা ইজারা ঘরে ঢুকেই হুমকার ছাড়ে ‘ সালাম-কফিল ছাড়া বাকিরা পালিয়ে যা’ৃ। এ সময় হুরমুর করে সবাই পালাতে চেষ্টাও করে। সালাম পালিয়ে গেলেও কফিল ইজারা ঘরের কাছে পড়ে যায়। ওখানেই দূর্বৃত্তরা তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তারা অর্ধশত ককটেল ফাটিয়ে এলাকা ছেড়ে চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যড়্গ্যদর্শী এক উন্নয়নকর্মী বলেন, ‘রাতে কফিলসহ ১৫ থেকে ১৬ জন লোক রানীহাটি ইজারা ঘরেই বসেছিল। এ সময় পূর্ব থেকে প্রস'তি নিয়ে থাকা প্রতিপড়্গের লোকজন পরিকল্পিতভবে অর্তকিত হামলা চালায়। তারা কফিলকে হত্যা করে বৃষ্টির মত হাতবোমা ফাটিয়ে এলাকা থেকে চলে যায়’।
সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নামো বহলাবড়ি গ্রামের মসিদুল হক বাবু বলেন, হটাৎ কারেন্ট বন্ধ হয়ে যাওয়ার পর হাটে বৃষ্টির মত ককটেল ফুটতে শুরম্ন করে। ওই সময় আমি ইজারা ঘরের বাইরে ছিলাম। ককটেল আত্মংকে নিরাপদ স'ান মনে করে ইজারা ঘরে ঢুকে পড়ি। কিন' কে জানতো ওদের (দুর্বৃত্তদের) টার্গেট ইজারা ঘর’ৃ। তিনি বলেন, ‘ বোমার আঘাতে আহত হওয়ার পর আমার সেন্স তেমন কাজ করছিলনা। অন্ধকারের মধ্যেই দেখছি, ককটেলের প্রচুর ধোয়া। অনেকেই পালিয়ে যাচ্ছে। আমি পালিয়েছি বেশ কিছুড়্গণ পড়ে’।
স'ানীয় সূত্রগুলো জানিয়েছে, বিদ্যুৎ চলে গেলে রানীহাটি বাজারে জেনারেট ব্যাবস'ায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন' সেদিন তাৎড়্গণিক জেনারেটরও চালু হয়নি।
এ ব্যাপারে পলস্নী বিদ্যুতের এজিএম গোলাম সারোয়ার মুর্শেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালের কণ্ঠকে বলেন, কারো অনুরোধে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সুযোগ নেই। নরমাল লোড সেডিং বা ফলটের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে’ৃ। ঘটনার ১০/১৫ মিনিটের মাথায় আবার বিদ্যুৎ সরবরাহ চালু হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ ছোট খাটো ফলট হলে সাব ষ্টেশন থেকে দুই তিনবার ট্রাইল দিলে বিদ্যুৎ সরবরাহ পুনস'াপন হয়ে যায়’।
স'ানীয় সূত্র জানায়, আধিপত্য বিসত্মার ও পূর্ব শত্রম্নতার জের ধরে স্বশস্ত্র হামলা মিশনে ১৫ থেকে ২০ জন অংশ নিলেও আরো তিন চারটি উদ্ধার গ্রম্নপ আশেপাশেই অবস'ান নিয়েছিল। তবে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মেদ জানিয়েছেন, পূর্ব শত্রম্নতা ও রানীহাটির হাটের ইজারাকে নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ সন্ত্রাসী হামলা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছে, এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যনত্ম কোন মামলা দায়ের হয়নি। তবে, ঘটনার রাতেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। নিহত কফিল প্রসঙ্গে ওসি মিজান বলেন, ‘ আধিপত্য, ভাগবাটোয়ারসহ নানা বিষয় নিয়ে এলাকার প্রতিপড়্গের সঙ্গে কফিলের দীর্ঘদিন ধরে শত্রম্নতা চলে আসছিল। তার বিরম্নদ্ধেও বহু মামলা রয়েছে। তবে কি পরিমাণ মামলা আছে তা পরীড়্গা করে দেখা হয়নি’।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে বুধবার মযনা তন্দনত্ম শেষে কফিলে লাশ দাফন করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com