খরাপ্রবন বরেন্দ্র ভূমি নাচোল উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের ২৫০টি পরিবারের বিশুদ্ধ পানি সরবরাহের সুযোগ সৃষ্টি হয়েছে।
নাচোলে এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ রাজশাহীর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা এগ্রিকালচার সাসটেইনেবল এন্ড সোসিয় ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসেডো) পি ওয়াশ ইন এইচ টি আর প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পে আওতায় পানি সরবরাহ ছাড়াও ইকোসান টয়লেট সরবরাহ করা হচ্ছে। পানি সরবরাহ প্রকল্পে ব্যয় হয়েছে ১৬ লাখ টাকা। এর অর্থ সহাতা দিচ্ছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন-এসডিসি।
এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ রাজশাহী ও বগুড়া অঞ্চল’র সহযোগিতায় পি ওয়াশ ইন এইচ টি আর প্রকল্পের আওতায় শুক্রবার শাপাহার ও নাচোল উপজেলার ৪৬ সদস্যের একটি প্রতিনিধিদল নাচোলে বাস্তবায়িত ও বাস্তবায়নাধিন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা নেজামপুর ইউনিয়নের ঝিনাইপুর ইকোসান ভিলেজ, প্রতিবন্ধীদের জন্য তৈরী টয়লেট, গোলাবাগি গ্রামে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা ও গনহইর গ্রামে একুইফার রিচার্জ (বৃষ্টির পানি সংরক্ষণ) কাজ পর্যবেক্ষণ করেন। পরিদর্শনদলে রনওগাঁ জেলার সাপাহার উপজেলার সাপাহার, শিরন্ডী, গোয়ালা ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ,সাংবাদিক, সহযোগি সংস্থার প্রতিনিধি, রাজশাহী ও বগুড়া অঞ্চলের সহকর্মীবৃন্দ ও নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আওয়াল,নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনায়েতুল্লাহ্,ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদির আহমেদ ও কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম, এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ বগুড়া অঞ্চলের ব্যবস্থাপক আতাউর রহমান, পিএইচইএফ’র সিইও ডিএম এমদাদুল হক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, অংশগ্রহণ করেন। বিকেলে নেজামপুর ইউনিয়ন পরিষদে মতবিনিময়ের আয়োজন করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদ ও ষ্টেকহাল্ডারগণ ভাল শিখণ গ্রহণ ও অনুশীলন করেন। তারা ভাল শিখন গুলো নিয়ে এলাকার সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করেন এবং তাদের মতামত গ্রহণ করে বর্ষিক উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভূক্ত করবেন বলে জানান।
এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপক রবিউল হক ও সাবিত জাহান শিশির জানান, এসডিসি’র আথির্ক সহায়তায় পি ওয়াশ ইন এইচ টি আর নামে একটি প্রকল্প নাচোল উপজেলার নেজামপুর, কসবা, ফতেপুর ও নাচোল ইউনিনে বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় পানি সরবরাহ কাজে মোট ব্যয় হয়েছে ১৬ লাখ টাকা। এর মধ্যে ইউনিয়ন পরিষদ ও উপকারভোগিরা ১০ ভাগ অর্থ দিয়েছে। ২৫০টি পরিবার গড়ে প্রায় সাড়ে তিন’শ টাকা খরচ করে বিশুদ্ধ পানি পাচ্ছেন বলে তিনি জানান।
নাচোলে এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ রাজশাহীর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা এগ্রিকালচার সাসটেইনেবল এন্ড সোসিয় ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসেডো) পি ওয়াশ ইন এইচ টি আর প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পে আওতায় পানি সরবরাহ ছাড়াও ইকোসান টয়লেট সরবরাহ করা হচ্ছে। পানি সরবরাহ প্রকল্পে ব্যয় হয়েছে ১৬ লাখ টাকা। এর অর্থ সহাতা দিচ্ছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন-এসডিসি।
এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ রাজশাহী ও বগুড়া অঞ্চল’র সহযোগিতায় পি ওয়াশ ইন এইচ টি আর প্রকল্পের আওতায় শুক্রবার শাপাহার ও নাচোল উপজেলার ৪৬ সদস্যের একটি প্রতিনিধিদল নাচোলে বাস্তবায়িত ও বাস্তবায়নাধিন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা নেজামপুর ইউনিয়নের ঝিনাইপুর ইকোসান ভিলেজ, প্রতিবন্ধীদের জন্য তৈরী টয়লেট, গোলাবাগি গ্রামে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা ও গনহইর গ্রামে একুইফার রিচার্জ (বৃষ্টির পানি সংরক্ষণ) কাজ পর্যবেক্ষণ করেন। পরিদর্শনদলে রনওগাঁ জেলার সাপাহার উপজেলার সাপাহার, শিরন্ডী, গোয়ালা ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ,সাংবাদিক, সহযোগি সংস্থার প্রতিনিধি, রাজশাহী ও বগুড়া অঞ্চলের সহকর্মীবৃন্দ ও নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আওয়াল,নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনায়েতুল্লাহ্,ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদির আহমেদ ও কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম, এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ বগুড়া অঞ্চলের ব্যবস্থাপক আতাউর রহমান, পিএইচইএফ’র সিইও ডিএম এমদাদুল হক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, অংশগ্রহণ করেন। বিকেলে নেজামপুর ইউনিয়ন পরিষদে মতবিনিময়ের আয়োজন করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদ ও ষ্টেকহাল্ডারগণ ভাল শিখণ গ্রহণ ও অনুশীলন করেন। তারা ভাল শিখন গুলো নিয়ে এলাকার সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করেন এবং তাদের মতামত গ্রহণ করে বর্ষিক উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভূক্ত করবেন বলে জানান।
এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপক রবিউল হক ও সাবিত জাহান শিশির জানান, এসডিসি’র আথির্ক সহায়তায় পি ওয়াশ ইন এইচ টি আর নামে একটি প্রকল্প নাচোল উপজেলার নেজামপুর, কসবা, ফতেপুর ও নাচোল ইউনিনে বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় পানি সরবরাহ কাজে মোট ব্যয় হয়েছে ১৬ লাখ টাকা। এর মধ্যে ইউনিয়ন পরিষদ ও উপকারভোগিরা ১০ ভাগ অর্থ দিয়েছে। ২৫০টি পরিবার গড়ে প্রায় সাড়ে তিন’শ টাকা খরচ করে বিশুদ্ধ পানি পাচ্ছেন বলে তিনি জানান।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন