চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের দুটিতেই প্রার্থী বদল করল আওয়ামী লীগ। আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিদ্যুৎ, জ্বালানী ও খণিজসম্পদ প্রতিমন্ত্রীর পরিবর্তে কানসাট বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রব্বানী ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমানের পরিবর্র্তে লড়বেন গোলাম মোস্তফা বিশ্বাস। তবে আব্দুল ওদদু বহাল থাকছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে।
শুক্রবার সন্ধ্যায় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন। এদিন থেকে চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানিক চিঠি দেওয়া শুরু করবে দলটি।
প্রার্থীর তালিকা ঘোষণার সময় সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তাঁরা সকলেই প্রার্থী হওয়ার যোগ্য। কিন্তু এক আসনে তো একাধিক প্রার্থী দেয়া যায়না। তাই এই সীমাবদ্ধতা মেনে অনেক যাচাই-বাছাই শেষে একজন করে প্রার্থী মনোনিত করা হয়েছে।
২০০৫ সালের জোট সরকারের আমলে কানসাটের বিদ্যুৎ আন্দোলনের নেতৃত্ব দিয়ে রাতারাতি নেতা হয়ে ওঠেন গোলাম রব্বানী। গত সংসদ নির্বাচনেও তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পওয়ার কারণে তিনি গণফোরামের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। একেবারে নতুন প্রার্থী হিসেবে প্রায় ৪৯ হাজার ৯৩৬ ভোট পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। এইবার আওয়ামীলীগ তাকেই হাল ধরিয়েছেন নৌকার।
অন্যদিকে আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা বিশ্বাসও গত সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু ওইবার আওয়ামী লীগের পছন্দ ছিল মুহা. জিয়াউর রহমানকে। পরে গোলাম মেস্তফা বিশ্বাস আওয়ামী লীগের সমর্থন নিয়ে রহনপুর পৌরসভা নির্বাচনে অংশ নেন এবং মেয়র নির্বাচিত হন।
শুক্রবার সন্ধ্যায় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন। এদিন থেকে চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানিক চিঠি দেওয়া শুরু করবে দলটি।
প্রার্থীর তালিকা ঘোষণার সময় সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তাঁরা সকলেই প্রার্থী হওয়ার যোগ্য। কিন্তু এক আসনে তো একাধিক প্রার্থী দেয়া যায়না। তাই এই সীমাবদ্ধতা মেনে অনেক যাচাই-বাছাই শেষে একজন করে প্রার্থী মনোনিত করা হয়েছে।
২০০৫ সালের জোট সরকারের আমলে কানসাটের বিদ্যুৎ আন্দোলনের নেতৃত্ব দিয়ে রাতারাতি নেতা হয়ে ওঠেন গোলাম রব্বানী। গত সংসদ নির্বাচনেও তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পওয়ার কারণে তিনি গণফোরামের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। একেবারে নতুন প্রার্থী হিসেবে প্রায় ৪৯ হাজার ৯৩৬ ভোট পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। এইবার আওয়ামীলীগ তাকেই হাল ধরিয়েছেন নৌকার।
অন্যদিকে আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা বিশ্বাসও গত সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু ওইবার আওয়ামী লীগের পছন্দ ছিল মুহা. জিয়াউর রহমানকে। পরে গোলাম মেস্তফা বিশ্বাস আওয়ামী লীগের সমর্থন নিয়ে রহনপুর পৌরসভা নির্বাচনে অংশ নেন এবং মেয়র নির্বাচিত হন।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন