শিবতলায় বিজিবি’র সেক্টর কমান্ডারের গাড়ি বহরে ককটেল হামলা

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকায় বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডারের গাড়ি বহরে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে এক বিজিবি সদস্য মারাত্মকভাবে আহত হয়েছে। ড়্গতিগ্রস' হয়েছে বহরের দুটি গাড়ি।
বিজিবি’র চাঁপাইনবাবগঞ্জ ৯ ব্যাটালিয়নের অধিনায়ন লে. কর্ণেল মঞ্জুরম্নল হাসান গাড়ি বহরে হামলার খবরটি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, সোনামসজিদ সীামানেত্ম সোমবার বিজিবি-বিএসএফ’র মধ্যে সীমানত্ম বৈঠক শেষে সেক্টর কমান্ডারের গাড়ির বহর রাজশাহীর উদ্দেশ্যে ফেরার পথে রাত ৮টার দিকে শিবতলা এলাকায় আসলে দূর্বৃত্তরা গাড়ি বহরকে লড়্গ্য ৩টি ককটেল ছুড়ে মারে। এতে একটি গাড়ির চালক বিজিবি সদস্য আসাদ মারাত্মকভাবে আহত হয়। সূত্র জানায়, ককটেলের আঘাতে বহরের দুটি গাড়িও ড়্গতিগ্রস' হয়।
এদিকে রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখার মোড়, কোর্ট এলাকাসহ কযেকটি এলাকায় বিচ্ছিন্নভাবে বেশ কিছু ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।

Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com