বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪২তম শাহাদত বার্ষিকী শনিবার পালিত হয়েছে। সকালে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও জেলা প্রশাসনের উদ্যোগে শহরের রেহাইচরে অবস্থিত শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম, জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার গোলাম রাব্বানী, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মুতিএযাদ্ধা এনামুল হক ফিটু, জহুরুল হকসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে, সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের আয়োজনে কলেজ চত্বরে শহীদ বুদ্ধীজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়াসহ অন্যরা।
এদিকে, সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের আয়োজনে কলেজ চত্বরে শহীদ বুদ্ধীজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়াসহ অন্যরা।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন