নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত

জেলা প্রশসনহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন আয়োজিত নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে সোমবার পালিত হয়েছে ৪২তম মহান বিজয় দিবস। 
জাতীয় কর্মসূচির আলোকে জেলা প্রশাসন আয়োজিত অন্যান্য কর্মসূচির পাশাপাশি সকাল ১১ টায় শহীদ সাটুহলে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড মুক্তিযোদ্ধাদের সংবর্ধণার আয়োজন করে। অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেয়া হয়। এর আগে সকালে জেলা স্টেডিয়ামে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সুচনা  করা হয়। সেখানে বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী ও পুলিশ সুপার বশির আহম্মদ। রাত ১২টা ১ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরে শহীদদের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। বিকেলে সাধারণ পাঠাগার প্রাঙ্গনে গণজাগরণ মঞ্চ জাতীয় সঙ্গীত পরিবেশন করে।
সকাল ৯টায় নবাবগঞ্জ সরকারী কলেজে অধ্যক্ষ সুলতানা রাজিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর ভাইস-প্রিন্সিপাল নিয়ামুল হক এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ ইনস্টিটিউটের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু প্রমুখ। সন্ধ্যায় জেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনিন ব্যবহার শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com