শফিকুল ইসলাম,শিবগঞ্জ প্রতিনিধি:শিবগঞ্জে ১৮ দলের ডাকা অবরোধকালে ১৮দলের অবরোধকারীিদের সাথেআওয়ামীলীে কর্র্মীদের সাথে সংঘর্ষে প্রায় ঘন্টাব্যাপী কানসাট পুকুরিয়া এলাকা রণেেত্র পরিনত হয়। এ ঘটনায় একজন নিহত,গুরুতর দুইজনসহপ্রায় ৫০জন আহত হয় এবং প্রায় শতাধিক বোমা ও ককটেল বিস্ফোরিত হয়। আগুনে পুড়িয়ে দেয়া হয় আওয়ামীলীগের মনোনযন প্রাপ্ত নেতা গোলাম রাব্বানী ও তার ভাইযের বাড়ি ,ট্রাক ও মাইক্রো। এ সময় রাব্বানীর বাড়ির উপর তলায় শতাধিক লোককে অবরুদ্ধ অবস্থায় হত্যা করার চেষ্টা করা হয়।
সুত্রমতে সোমবার মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন হওয়ায় আওয়ামীলীগনেতা গোলাম রাব্বানী তার দল বল নিয়ে শিবগঞ্জ যাবার ঘোাষনা দিলে জামায়াত বিএনপি সহ ১৮দলের সহস্রাধিক নেতা কর্মী বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসত্র নিয়ে গোলাম রাব্বানী ও তার লোকজনকে বাধা দেযার জন্য শিবগঞ্জ পাইলিং ে মাড়ে জমাযেত হয় সকাল ১০ টার দিকে ।
অন্যদিকে কানসাট বাজারের বিভিন্ন স্থানে জামায়াত বিএনপি সহ ১৮ দলের লোকজন অবরোধের অজুহাতে অস্ত্রসস্ত্র নিয়ে মোহড়া দিতে থাক্।ে এদিকে রাব্বানীীর লোকজন অবরোধ উপো করে কানসাট পুকুরিয়ায় রাববানীর বাড়িতে জমায়েত হয।
এমতাবস্থায় বেলা ২টার দিকে জামাযাত শিবিরসহ ১৮দলের লোকজ গোলমরাব্বানীর বাড়ির সামনে আওয়ামীলীগের লোকজনের উপর অতর্কিত হামলা চালালে উভয় পরে মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পরে মধ্যে শতাধিক বোমা, ককটেল বিস্ফোরন হয। এক পর্র্যাযে জামাযাতবিএনিিপরা রাব্বানীর বাড়িতে ঢুকে পড়ে এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় রাববানীর বাড়ির উপর তলায় শত শত লোক অবরুদ্ধ হযে পড়ে ।এসময় জামায়াত বিএনপিরা একটি ট্রাক ও একটি মাইক্্েরা এবং দুটি বাড়ির নীচ তলা র যাবতীয় আসবাবপত্র পুড়িয়ে তছনছ করা হয়।
এ খবর পেযে ফায়ার সার্ভিসের ও পুলিশের গাড়ি যেতে পাইলিং মোড়ে জামাযাত বিএনপির লোকজন বাধা দেয়। শুধু তাই নয়, বেলা আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে র্যাবের গাড়ি আসার সময় িিশবগঞ্জ রসুলপুর মোড়ে জামায়াত ি শবিররা বাধা দেয়ার চেষ্টা করে ব্যর্র্থ হয়।
বেলা তিনটার দিকে পুলিশ র্যাব বিজিবি ও ফায়ার সার্ভিসের গাড়ি এসে জামায়াত বিএনপিসহ ১৮দে লর লোকজনকে তাড়ি[যে আগুন নিভায ও অবরুদ্ধদের উদ্ধার করে।
এ সময় কানসাট পুকুরিয়া এলাকার খলিলের ছেলে রুবেল(২০) নামে একজন মিশুক চালক বোমার আঘাতে নিহত হয় এবং চককীর্তি ইউনিয়নের হরিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সেরাজুল ইসলাম(৪৫) ও দিমুর্শি গ্রামের বুদু বিশ্বাসের ছেলে উমর আলি(৪০) নামে দুইজন গুরুতর আহত সহ হয়সহ প্রায় ৫০ জন আহত হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে শিবগঞ্জ ও কানসাটের বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি,পুলিশ, র্যাব মোতায়েন করা হয়েছেন এবং জেলা প্রশাসক মোহাঃ সারাফত আলী সরদার পুলিশ সুপার মোহাঃ বশির উদ্দিন,শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ আঃ সোবহান ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
এব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের জানান যে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রেণে এবং অনিদির্ষ্টকালের জন্য শিবগঞ্জ, কানসাট ও পুকুরিয়া এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সুত্রমতে সোমবার মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন হওয়ায় আওয়ামীলীগনেতা গোলাম রাব্বানী তার দল বল নিয়ে শিবগঞ্জ যাবার ঘোাষনা দিলে জামায়াত বিএনপি সহ ১৮দলের সহস্রাধিক নেতা কর্মী বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসত্র নিয়ে গোলাম রাব্বানী ও তার লোকজনকে বাধা দেযার জন্য শিবগঞ্জ পাইলিং ে মাড়ে জমাযেত হয় সকাল ১০ টার দিকে ।
অন্যদিকে কানসাট বাজারের বিভিন্ন স্থানে জামায়াত বিএনপি সহ ১৮ দলের লোকজন অবরোধের অজুহাতে অস্ত্রসস্ত্র নিয়ে মোহড়া দিতে থাক্।ে এদিকে রাব্বানীীর লোকজন অবরোধ উপো করে কানসাট পুকুরিয়ায় রাববানীর বাড়িতে জমায়েত হয।
এমতাবস্থায় বেলা ২টার দিকে জামাযাত শিবিরসহ ১৮দলের লোকজ গোলমরাব্বানীর বাড়ির সামনে আওয়ামীলীগের লোকজনের উপর অতর্কিত হামলা চালালে উভয় পরে মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পরে মধ্যে শতাধিক বোমা, ককটেল বিস্ফোরন হয। এক পর্র্যাযে জামাযাতবিএনিিপরা রাব্বানীর বাড়িতে ঢুকে পড়ে এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় রাববানীর বাড়ির উপর তলায় শত শত লোক অবরুদ্ধ হযে পড়ে ।এসময় জামায়াত বিএনপিরা একটি ট্রাক ও একটি মাইক্্েরা এবং দুটি বাড়ির নীচ তলা র যাবতীয় আসবাবপত্র পুড়িয়ে তছনছ করা হয়।
এ খবর পেযে ফায়ার সার্ভিসের ও পুলিশের গাড়ি যেতে পাইলিং মোড়ে জামাযাত বিএনপির লোকজন বাধা দেয়। শুধু তাই নয়, বেলা আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে র্যাবের গাড়ি আসার সময় িিশবগঞ্জ রসুলপুর মোড়ে জামায়াত ি শবিররা বাধা দেয়ার চেষ্টা করে ব্যর্র্থ হয়।
বেলা তিনটার দিকে পুলিশ র্যাব বিজিবি ও ফায়ার সার্ভিসের গাড়ি এসে জামায়াত বিএনপিসহ ১৮দে লর লোকজনকে তাড়ি[যে আগুন নিভায ও অবরুদ্ধদের উদ্ধার করে।
এ সময় কানসাট পুকুরিয়া এলাকার খলিলের ছেলে রুবেল(২০) নামে একজন মিশুক চালক বোমার আঘাতে নিহত হয় এবং চককীর্তি ইউনিয়নের হরিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সেরাজুল ইসলাম(৪৫) ও দিমুর্শি গ্রামের বুদু বিশ্বাসের ছেলে উমর আলি(৪০) নামে দুইজন গুরুতর আহত সহ হয়সহ প্রায় ৫০ জন আহত হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে শিবগঞ্জ ও কানসাটের বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি,পুলিশ, র্যাব মোতায়েন করা হয়েছেন এবং জেলা প্রশাসক মোহাঃ সারাফত আলী সরদার পুলিশ সুপার মোহাঃ বশির উদ্দিন,শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ আঃ সোবহান ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
এব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের জানান যে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রেণে এবং অনিদির্ষ্টকালের জন্য শিবগঞ্জ, কানসাট ও পুকুরিয়া এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
Allah bipoth gamider rokkha koro,