‘বাঁধ ভাঙ্গো-দুয়ার খোল, একীভূত সমাজ গড়ে তোল’ এ প্রতিপাদ্য বিষয়কে সমানে রেখে চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজ অধিদপ্তর ও এনজিওদের অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রাসক (রাজস্ব) নজরুল ইসলাম, এনজিও প্রতিনিধি আকসানা খাতুন। পরে ১০ জন প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।
প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় নিতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। তারা বলেন, এরাও সুস্থ স্বাভাবিক মানুষের মতই সমাজে ভূমিকা রেখে চলেছে। তাই এদেরকে অবহেলা না করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রাসক (রাজস্ব) নজরুল ইসলাম, এনজিও প্রতিনিধি আকসানা খাতুন। পরে ১০ জন প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।
প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় নিতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। তারা বলেন, এরাও সুস্থ স্বাভাবিক মানুষের মতই সমাজে ভূমিকা রেখে চলেছে। তাই এদেরকে অবহেলা না করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন