অবরোধের দ্বিতীয় দিনে রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা ১৮ দলীয় জোট।
সকাল ১১টায় শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিএনপি ও বড়ইন্দারামোড় থেকে জামায়াত পৃথকভাবে মিছিল বের করে। পরে দুটি মিছিল একত্রিত হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সাটুহল মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি হারুনুর রশীদ, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর লতিফুর রহমান, জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, জামায়াত নেতা আবুজার গিফারী, মুখলেসুর রহমান, আবু বাক্কার, বিএনপি নেতা, আমিনুল ইসলাম মতি প্রমুখ।
বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় ১৮ দল ঘোষিত দাবি সমূহ মেনে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিন ১০ম জাতীয় সংসদ নির্বাচন নিতে সরকারের প্রতি আহবান জানান।
সকাল ১১টায় শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিএনপি ও বড়ইন্দারামোড় থেকে জামায়াত পৃথকভাবে মিছিল বের করে। পরে দুটি মিছিল একত্রিত হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সাটুহল মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি হারুনুর রশীদ, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর লতিফুর রহমান, জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, জামায়াত নেতা আবুজার গিফারী, মুখলেসুর রহমান, আবু বাক্কার, বিএনপি নেতা, আমিনুল ইসলাম মতি প্রমুখ।
বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় ১৮ দল ঘোষিত দাবি সমূহ মেনে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিন ১০ম জাতীয় সংসদ নির্বাচন নিতে সরকারের প্রতি আহবান জানান।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন