ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ শাখা সোমবার থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পৌরসভার কয়েকটি ওয়ার্ডের ২’শ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ শাখা প্রধান ও এভিপি মোহা. সইফুল হকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এই ব্যাংকের রাজশাহী জোন প্রধান এ.এ.এম. হাবীবুর রহমান । এ সময় উপস্থিত ছিলেন, হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর আকসারুজ্জামান পান্না, আব্দুল বারেক, মাওলানা আব্দুল মোমিন, মহিলা কাউন্সিলর সিরাজুম মনিরা প্রমুখ।
বিতরণের অংশ হিসেবে সোমবার ২শ’জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ১ হাজার ২’শ শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানানো হয়।
বিতরণের অংশ হিসেবে সোমবার ২শ’জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ১ হাজার ২’শ শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানানো হয়।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন