পদ্মার ভাঙ্গনকবলিত দ্বীপচরবাসী নারীদের মাঝে ঋণ সহায়তা প্রদান

শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকার পদ্মা নদীর ভাঙ্গনের শিকার দ্বীপচরবাসী ২০ জন নারীর মাঝে ৫ হাজার টাকা করে ১ লাখ টাকা স্বল্প সুদে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে পল্লী সমাজসেবা কার্যক্রম তহবিল (৩য় পর্যায়) প্রকল্পের অধীনে এই ঋণ সহায়তা প্রদান করা হয়।
জিবাস নদী ও জীবন প্রকল্প-২, কনসার্ণ ওয়ার্ল্ড ওয়াইড ও আইরিশ এইড’র সহযোগিতায় জীবাস নদী ও জীবন প্রকল্প-২’র তৃণমূলদল, সংগঠন ও স্থানীয় চর এলায়েন্স ও শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় এই ঋণ বিতরণের আয়োজন করে। একই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ৭ লাখ টাকা বিতরণ করা হয় বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুস সোবহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, গ্রামীণ বহুমুখি উন্নয়ন সংস্থা (জীবাস)’র নিবাহী পরিচালক তরিকুল ইসলাম টুকুসহ অন্যান্যরা।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com