কানসাটকে পৌরসভায় রূপান্তর @ রাব্বানীর না, আন্দোলনের হুমকী

বিদ্যুৎ আন্দোলনের জন্য দেশে বিদেশে বহু আলোচিত চাঁপাইনবাবগঞ্জের কানসাটে এবার নতুন মিশন নিয়ে মাঠে নেমেছে ওই আন্দোলনের সংগঠন ‘পল্লী বিদ্যুৎ সংগ্রাম পরিষদ’। তবে এবারের দাবি বিদ্যুৎ নয়, ব্যানার পরিবর্তন করে ‘ কানসাটবাসী’ নামের নতুন ব্যানারে শুরু
হয়েছে কানসাটকে পৌরসভায় রূপান্তরের সরকারি উদ্যোগের বিরুদ্ধে তাদের ‘নতুন সংগ্রাম’। বিএনপি-জামাত জোট সরকারের আমলে কানসাটের নজিরবিহীন আন্দোলনের নেতা কানসাটকে পৌরসভায় রূপান্তরের উদ্যোগে মতাসীনদের অসৎ উদ্দেশ্যে রয়েছে উল্লেখ করে সাফ জানিয়ে দিয়েছেন, ‘পৌরসভা করা যাবে না’। পৌরসভায় রূপান্তর করা হলে কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে। এ নিয়ে পল্লী বিদ্যুৎ সংগ্রাম পরিষদের  বুধবার বিকেলে কানসাট আব্বাস বাজারের আম বাগানে জনসভাও করা হয়েছে। এদিকে, কানসাটকে পৌরসভায় রূপান্তরের উদ্দ্যেগকে তরান্বিত করতে গঠন হয়েছে কানসাট পৌরসভা বাস্তবায়ন কমিটি। পৌরসভাকে নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচীকে ঘিরে ৫ বছরের মাথায় আবারও কানসাট উত্তপ্ত হয়ে উঠার আশংকা করা হচ্ছে। 
ক’দিন ধরে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে কানসাটের আব্বাস বাজারের আম বাগানে মঞ্চ বানিয়ে বুধবার বিকেলে আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে গোলাম রাব্বানী অভিযোগ করেন, সম্পূর্ন অসৎ উদ্দেশ্যে মতাশীন আওয়ামীলীগের কতিপয় নেতা কানসাটকে পৌরসভায় রুপান্তিত করার চেষ্টা করছে। এতে সাধারন মানুষের কোন কল্যাণ নেই। বরং তাদের উপর নানা ধরনের করারোপ করা হবে। তিনি, পৌরসভা গঠনের সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে কানসাট ইউপি নির্বাচনের তফশীল ঘোষনা করার জন্য প্রশাসনের কাছে দাবী জানিয়ে বলেন পৌরসভা গঠনের জন্য যে নীতিমালা অনুসরন করা হয় তাতে কানসাট পড়েনা। কারন একটি এলাকায় নুণ্যতম ৫০ হাজার লোকের বসবাস এবং ওই এলাকার ৮০ ভাগ জমি বানিজ্যিক কাজে ব্যবহ্রত হলে সেখানে পৌরসভা গঠন করা যেতে পারে। অথচ কানসাটের জনসংখ্যা ৪০ হাজারের বেশি নয়। আর এখানকার ৮০ ভাগ জমিই কৃষি কাজে ব্যবহ্রত হয়। পৌরসভা হলে অতিরিক্ত করারোপের মাধ্যমে এখানকার সাধারন মানুষের দুদর্শা আরো বাড়বে। কাজেই কানসাটের মানুষ পৌরসভা চায়না। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, জনমত উপো করে কোন সিদ্ধান্ত চাপিয়ে আমরা সে সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত নই। পৌরসভা গঠনের প্রক্রিয়া বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা বলেন তিনি। স্থানীয় বকুল চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আব্দুল আজিজ, আব্দুল বাশির প্রমুখ। পরে একই দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়।
অন্যদিকে কানসাট পৌরসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক স্থানীয় আওয়ামীলীগ নেতা কাজী এমদাদ বলেন কানসাট ইউনিয়ন পৌরসভায় রুপান্তর হবে-এটা এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। দেশের সবচেয়ে আমবাজার কানসাটে হওয়ায় এর বানিজ্যিক গুরুত্ব রয়েছে। তাই এলাকার উন্নয়নেই পৌরসভা দরকার। অথচ একটি মহল অযথায় এর বিরোধিতা করছে। কানসাটের সাধারন মানুষ এদের সাথে নেই। তিনি বলেন পৌরসভা বাস্তবায়নের লে তারা প্রতিটি ওয়ার্ডে জনমত তৈরীর কাজ করছেন। 


পোষ্ট/ অলক/চাঁপাই
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com