কানসাটকে বাদ রেখেই ঘোষণা হলো ইউপি নির্বাচনের তফসিল

চাঁপাইনবাগঞ্জের ৫ উপজেলার ৪৪টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা নির্বাচন অফিসার সরকার আশরাফুল আলম জেলার মোট ৪৫ টি ইউনিয়নের
মধ্যে কানসাটকে বাদ রেখে ৪৪টি ইউনিয়নের  চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড সদস্য ও সংরতি ওয়ার্ড সদস্য নির্বাচনে মানোনয়ন পত্র দাখিল, বাছাই, প্রত্যাহার ও ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেন।
ঘোষিত তারিখ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪ ইউনিয়নে আগামী ৯ মে মনোনয়ন পত্র দাখিল, বাছাই ১১ ও ১২ মে, প্রত্যাহার ২৪ মে এবং ৯ জুন ভোট গ্রহণ, শিবগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নে ১৬ মে মনোনয়ন পত্র দাখিল, বাছাই ১৮ ও ১৯ মে, প্রত্যাহার ৩১ মে এবং ১৯ জুন ভোট গ্রহণ, গোমস্তাপুর উপজেলার ৮ ইউনিয়নে ৮ মে মনোনয়ন পত্র দাখিল, বাছাই ১০ ও ১১ মে, প্রত্যাহার ২১ এবং ৬ জুন ভোট গ্রহণ, নাচোল উপজেলার ৪ ইউনিয়নে ১২ মে মনোনয়ন পত্র দাখিল, বাছাই ১৪ ও ১৫ মে, প্রত্যাহার ২৬ মে এবং ১২ জুন ভোট গ্রহণ এবং ভোলাহাট উপজেলার ৪ ইউনিয়নে ১৫ মে মনোনয়ন পত্র দাখিল, বছাই ১৮ ও ১৯ মে, প্রত্যাহার ২৯ মে এবং ১৫ জুন ভোট গ্রহণ করা হবে। জেলার ৪৫ ইউনিয়নের মধ্যে কানসাট ইউনিয়নকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, কানসাট ইউনিয়নকে পৌরসভায় উন্নীতকরণ প্রক্রিয়াধীন থাকায় সেখানে নির্বাচন হচ্ছে না।

পোষ্ট/অলক/চাঁপাই
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com