ছবি সত্যকথা বলে-

২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর তৎকালিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ষ্টেডিয়াম ও সুইমিং পুলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এরপর গত ২৩ এপ্রিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন
করেন ষ্টেডিয়ামের। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষ্টেডিয়াম উদ্বোধনকালে খালেদা জিয়ার নামফলক ভেঙ্গে ফেলা হয়েছে’ সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কের এক জনসভায় এমন অভিযোগ তুলে সংসদের সংরক্ষিত আসনের বিএনপি দলীয় এমপি সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া সাত দিনের মধ্যে নামফলন প্রতিস্থাপনের দাবি জানান। না হলে ক্রীড়া সংস্থার সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুমকী প্রদান করেন। প্রকাশ্যে জনসভায় পাপিয়ার এমন বক্তব্যে ক্রীড়াঙ্গণে তোলপাড় সৃষ্টি হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তোফকুল আলম তোফা পাপিয়ার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘তিনি না জেনেই জনসভায় অসত্য বক্তব্য দিয়েছেন’।

3 comments :

  • নামহীন says:
    ১১ মে, ২০১১ এ ২:০৫ PM

    সংক্ষিত আসনের বিএনপি দলীয় এমপি সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া
    দয়া করে হলেও জনগণের সামনে মিথ্যা কথা বলে নিজের ইমেজ নষ্ট করবেন না ।

  • নামহীন says:
    ১৭ মে, ২০১১ এ ৩:১৬ PM

    ভাই নিউজটা আপনি বুঝেননি ? না আমি ?

  • নামহীন says:
    ১৭ মে, ২০১১ এ ৩:১৬ PM

    ভাই নিউজটা আপনি বুঝেননি ? না আমি ?

Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com