মহানন্দায় ‘বালু খেকো’দের খাদে ডুবে এক শিশুর করুণ মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুর অদূরে বারোঘরিয়া এলাকায় গোসল করতে গিয়ে বুধবার পানিতে ডুবে শামীম (১২) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। তবে, এ সময় মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে অপর দুই শিশু। মহানন্দা থেকে অবৈধভাবে ড্রেজিং করে বালু তোলার কারণে সৃষ্ঠ খাদে
ডুবে শামীমের মৃত্যু হয়। নিহত শামীম বারোঘরিয়া কাজিপাড়া গ্রামের সানাউল্লাহক্ষ ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে বারঘরিয়া পাইপ কারখানার সামনে দিয়ে শামীম ও তার অপর দুই বন্ধু একই এলাকার মোলাম আলী ও শাকিল একসঙ্গে মহানন্দা নদীতে গোসল করতে যায়। ‘অল্প পানি’র নদীতে গোসল করার একপর্যায়ে সা¤প্রতিক সময়ে নদীতে ড্রেজিং বালু তোলার কারণে সৃষ্ট গর্তে তারা ৩ বন্ধুই ডুবে যায়। এ সময় নদীতে মাছ ধরা জেলেরা মোলাম ও শাকিলকে জীবিত উদ্ধার করতে সম হলেও শামীম ডুবে পানিতে তলিয়ে যায়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের  ডুবুরী এসে নদীতে তল্লাশী চালিয়ে বিকেল ৩ টার দিকে শামীমের মৃতদেহ উদ্ধার করে। উল্লেখ্য, ক্ষমতাসীনদলের নেতাদের যোগসাজসে স্থানীয় একটি চক্র গত মাসে ড্রেজিং করে প্রচুর বালু তোলে। এ ঘটনায় মামলা হলেও তারা থেকে গেছে ধরাছোয়ার বাইরে।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com