ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষের‌্যালি ও আলোচনা সভা


ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার চাঁপাইনবাবগঞ্জ শহরে বর্ণাঢ্য র‌্যালি করেছে ছাত্রলীগ। সকালে শহরের শহীদ সাটু হল চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদড়্গিণ করে। এর আগে সাটু হল চত্বরে জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাবেক নেতা মাহফিজুর রহমান বেঞ্জু, গোলাম শাহনেওয়াজ অপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান।
উলেস্নখ্য, গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনেও কেক কাটা ও আলোচনা সভার আায়োজন করেছিল ছাত্রলীগ।  
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com