চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ॥ বিক্ষুব্ধ জনতার অবরোধে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ


চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রসহ ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ও সোমবার রাতে এ দুর্ঘটনা দুটি ঘটে। মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়কে ব্যারিকেড দেয়ায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর মোড়ে রাস্তা পারাপারের সময় একই এলাকার আখেরুল ইসলামের ৮ বছরের শিশু মাদ্রাসা ছাত্র রনিকে শিবগঞ্জগামী দ্রম্নতগতির একটি মিশুক ধাক্কা দেয়। এসে সে ঘটনাস্থলেই মারা যায়। দূর্ঘটনার পর স্থানীয় জনতা মিশুক ও তার চালককে আটক করে এবং মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থলে এসে ৩ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, একই সড়কের বহালাবাড়ী মোড়ে সোমবার রাতে বাসের ধাক্কায় রুহুল আমীন নামের এক যুবক নিহত হয়। রুহুলের বাড়ী বগুড়ার সদর উপজেলার ঝোপবাড়ী গ্রামে।

Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com