চাঁপাইনবাবগঞ্জে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি ॥ ফসলের জন্য সোনায় সোহাগা


চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় রোববার ভোড় থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। হটাৎকরে শুরম্ন হওয়া এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা ভোগানিত্ম এলেও আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের আমসহ অন্যান্য ফসলের জন্য সোনায় সোহাগা হয়েছে।
ভোড় ৬ দিকে শুরম্ন হওয়া গুড়ি গুড়ি বৃষ্টি পরে কিছুটা ভাড়ি হলেও দিনভর তা আগের মাত্রাই ঝড়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, নাচোল গোমসত্মাপুর ও সদর উপজেলায় ভালই বৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবুল কালাম আজাদ কালের কণ্ঠকে বলেন, ‘ এ সময়ে এধরণে বৃষ্টি সাধারণত হয়ে থাকে। চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরি ফসল আমের যে সমসত্ম গাছের মুকুলের ডগায় ফুল চলে এসে সেগুলোর অর্থাৎ ১০ ভাগের সামন্য ড়্গতি হলেও ৯০ ভাগেরই উপকার হয়েছে’। তিনি জানান, মাঠের ফসলের মধ্যে গম, ছোলাসহ অন্যান্য ফসলের জন্য এই বৃষ্টি অনেক কাজে এসেছে। তবে তিনি জানান, এই আবহাওয়া বেশ কিছুদিন স'ায়ী রূপ নিলে আমের জন্য ড়্গতি হবে।
এদিকে, গুড়ি গুড়ি বৃষ্টির কারণে শীতের মাত্রা বেড়েছে। ফলে সাধারণ মানুষ কিছুটা ভোগানিত্মর মধ্যে পড়েছে। দুপুর পর্যনত্ম শহরের প্রধান প্রধান সড়কসহ মার্কেটগুলো মানুষজনের উপসি'তি ছিল অনেক কম। তবে, বৃষ্টি মাথায় নিয়েই এসএসসি পরীড়্গার্থীরা পরীড়্গা কেন্দ্রে এসে পরীড়্গা দিয়েছেন।

Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com